Advertisement
Advertisement

বিজ্ঞাপন থেকে বলিউড যাত্রা, হরর ছবির নায়িকা দর্শনা বণিক

‘এজরা’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী৷

Darshana Banik to start her new journey in Bollywood
Published by: Sucheta Sengupta
  • Posted:August 5, 2019 9:23 pm
  • Updated:August 6, 2019 1:03 pm  

বলিউডের হরর ছবি ‘এজরা’-এ দর্শনা বণিক। বিপরীতে ইমরান হাসমি। মুম্বইয়ের সঙ্গে মরিশাসেও হবে এই ছবির শুটিং। লিখছেন সোমনাথ লাহা

টলিউডের অত্যন্ত পরিচিত মুখ দর্শনা বণিক। ইতিমধ্যেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মুখোমুখি’, অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’, অঞ্জন দত্তর ‘আমি আসবো ফিরে’-র মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়। জনপ্রিয় একটি ওয়েব প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘সিক্স’ ও রবীন্দ্র কাহিনি অবলম্বনে তৈরি ছবি ‘ল্যাবরেটরি’-তেও দর্শনার অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরও তিনটি ছবি। এর মধ্যে রয়েছে পরিচালক রাজীব কুমার ও অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি, যেখানে দর্শনাকে দেখা যাবে যথাক্রমে সোহম এবং ওমের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। এছাড়াও রয়েছে অয়ন চক্রবর্তী পরিচালিত ছবি ‘ষড়রিপু ২’।

Advertisement

[আরও পড়ুন: নির্ভেজাল বন্ধুত্বের গল্প বলবে ‘ছিছোঁড়ে’, ট্রেলারেই মিলল ইঙ্গিত]

তবে শুধুমাত্র টালিগঞ্জের স্টুডিও পাড়াতে নিজেকে আটকে রাখেননি এই অভিনেত্রী। এর মধ্যেই কাজ করে ফেলেছেন দক্ষিণি ছবিতেও। দর্শনা অভিনীত তেলুগু ছবি ‘আটাগালু’ রীতিমতো দারুণ ব্যবসা করেছে সাউথের আঙিনায়। এহেন দর্শনা এবার পা রাখলেন বলিউডের অন্দরে। আর শুরুতেই বাজিমাত করেছেন তিনি। প্রথম ছবিতেই দর্শনাকে দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তথা সিরিয়াল কিসার হিসাবে পরিচিত ইমরান হাসমির বিপরীতে। জয় কৃষ্ণণ পরিচালিত হরর ছবি ‘এজরা’ তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ইমরান ও দর্শনা। এছাড়াও ছবিতে অনান্য চরিত্রে রয়েছেন মানব কল, নিকিতা ও নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদ শাহ। মুম্বইয়ে পাশাপাশি মরিশাসে হবে এই ছবির শুটিং। ইতিমধ্যেই মরিশাসে ছবির প্রথম শিডিউলের শুটিং পর্বটি সম্পন্ন করে এসেছেন দর্শনা।

darshana2
প্রসঙ্গত প্যানোরামা স্টুডিওজ, ভূষণ কুমার, কৃষণ কুমার প্রযোজিত ‘এজরা’ ছবিটি জয় কৃষ্ণণ পরিচালিত এক‌ই নামের মালয়ালম ছবির রিমেক। মালয়ালম ছবিটি রীতিমতো বক্স অফিসে সফল হ‌ওয়ার পাশাপাশি তুমুল প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। আর প্রথমবার বলি টাউনে পা রেখেই এমন একটি ছবির সঙ্গে যুক্ত হ‌ওয়ায় বেশ উচ্ছ্বসিত দর্শনা। ছবিতে এখন‌ই নিজের চরিত্র নিয়ে বিস্তারিতভাবে কিছু না বলতে চাইলেও এই ছবির সঙ্গে যুক্ত হ‌ওয়া প্রসঙ্গে দর্শনা জানান, “আসলে এই ছবির জন্য পরিচালক একটা নতুন মুখ খুঁজছিলেন। সোশ্যাল মিডিয়ায় আমার ছবির ও কাজ দেখে এই ছবির কাস্টিং ডিরেক্টর আমাকে অডিশনের জন্য ডাকেন। অডিশনে সিলেক্ট হ‌ওয়ার পরেই ওঁরা আমাকে এই ছবির জন্য মনোনীত করে।”

তবে প্রথম হিন্দি ছবিতে কাজ নিয়ে একটু ভয়‌ও পেয়েছিলেন দর্শনা। তিনি বলেন “বলিউডে এটা আমার প্রথম ছবি। তাই একটু নার্ভাস ছিলাম। কিন্তু জয় কৃষ্ণণ স্যার এতটাই ঠান্ডা, কুল, কোঅপারেটিভ প্রকৃ‌তির মানুষ যে কাজ করতে গিয়ে ভয়টাই চলে গিয়েছিল।” ইমরান হাসমি প্রসঙ্গে দর্শনার অভিমত, “উনি খুব কম কথা বলেন। তাই কাজের মধ্যেই যা একটু আধটু কথা হয়েছে। উনি ভীষণ‌ই প্রফেশনাল। শট দেওয়া হয়ে গেলেই ব‌ই পড়তে বসে পড়েন। আশা করছি পরবর্তী শুটিং শিডিউলের সময় হয়তো কথা হবে।”

[আরও পড়ুন: ‘ভয় পেয়েছিলাম’, বিয়ের কথা স্বীকার করে বললেন রাখি]

প্রথম হিন্দি ছবিতে এত বড় সুযোগ পাওয়া দর্শনা বলেন “মুম্বইয়ে আমি এর আগেও অনেকবার নানা কাজের সূত্রে এসেছি। আমার দিদির বাড়ি মুম্বইয়ে। তবে এই ছবিতে কাজের সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হ‌ওয়ার মতোই”। এখন দেখার এটাই যে, বলিটাউনে দর্শনার যাত্রাপথ কতটা মসৃণ হয়। তার উত্তর সময়‌ই বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement