Advertisement
Advertisement
Darshana Banik

রোশানের বিপরীতে বাংলাদেশে ডেবিউ দর্শনার, প্রকাশ্যে ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার

কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা? সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন অভিনেত্রী।

Darshana Banik paired up with Ziaul Roshan in Bangladeshi film Operation Sundarbans | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 26, 2021 4:12 pm
  • Updated:February 26, 2021 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ‘মগ্ন মৈনাক’ গল্পের হেনা মল্লিক হয়েছিলেন। এবার বাংলাদেশের সিনেমা জগতে পা রাখলেন কলকাতার দর্শনা বণিক (Darshana Banik)। সব ঠিক থাকলে ইদেই মুক্তি পাবে দর্শনা অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘অপারেশন সুন্দরবন’ (Operation Sundarbans)। ছবিতে দর্শনার বিপরীতে রয়েছেন বাংলাদেশের তারকা জিয়াউল রোশান (Ziaul Roshan)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার।

অ্যাকশন থ্রিলার ছবি ‘অপারেশন সুন্দরবন’। ছবিতে অদিতি নামের মেডিক্যাল অফিসারের চরিত্রে অভিনয় করছেন দর্শনা। প্রথম বাংলাদেশি ছবিতে অভিনয় করে মুগ্ধ অভিনেত্রী। হ্যাঁ, সুন্দরবনের মতো প্রতিকূল জায়গায় শুটিং করাটা বেশ কঠিন ছিল। অনেক জায়গায় মেকআপ করার ঠিকঠাক জায়গা পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু প্রত্যেকেই ছবির জন্য় কষ্ট মেনে নিয়ে শুটিং করেছেন। অদিতির চরিত্রের মধ্যে অনেক শেড রয়েছে। কাহিনি যত এগবে,  ততই চরিত্রের শেডগুলো দর্শকদের সামনে প্রকাশ পাবে। পাশাপাশি দর্শনা ও জিয়াউলের মধ্যে রোমান্টিক মুহূর্তও উপভোগ করবেন দর্শকরা।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) কীভাবে সুন্দরবনকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করেছে, সেই কাহিনি তুলে ধরেছেন পরিচালক দীপঙ্কর দীপন। বাংলাদেশের পাশাপাশি ছবিটি কলকাতায় মুক্তির পরিকল্পনাও রয়েছে প্রযোজনা সংস্থা র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের। দর্শনা-জিয়াউল ছাড়াও ছবিতে রয়েছেন নুসরত ফারিয়া, রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমানের মতো অভিনেতারা।

Advertisement

[আরও পড়ুন: সাহসী পোশাকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! ছবি পোস্ট করে ট্রোলড সোহিনী]

উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’ ছাড়াও আরও একটি বাংলাদেশি সিনেমায় অভিনয় করছেন দর্শনা। ‘অন্তরাত্মা’ ছবিতে জনপ্রিয় বাংলাদেশি তারকা শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। সে ছবিটিও ইদে মুক্তি পাওয়ার কথা। পরিচালনায় ওয়াজেদ আলি সুমন। চিত্রনাট্য তাঁরই লেখা। তাহলে বাংলাদেশের সিনেমাতেই মন দিলেন দর্শনা? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, যেখানে ভাল কাজ পাবেন সেখানেই অভিনয় করবেন। কলকাতাতেও তাঁর হাতে রয়েছে ‘মৃগয়া’, ‘প্রতিঘাত’-এর মতো ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

[আরও পড়ুন: ‘হবে হবে খেলা হবে’, মোদি-মমতাকে বিঁধে গানের ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement