Advertisement
Advertisement
Darshana Banik

ছবির অফার দিয়ে দর্শনা বণিককে ‘কুপ্রস্তাব’! বিতর্কে মুখ খুললেন বাংলাদেশের চিত্রনাট্যকার

পালটা দিলেন অভিনেত্রী দর্শনাও।

Darshana Banik levels casting couch allegation against Bangladeshi script-writer | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 23, 2023 4:25 pm
  • Updated:June 23, 2023 6:57 pm  

আকাশ মিশ্র: বাংলাদেশের ‘লিপস্টিক’ ছবির গল্পকার আবদুল্লা জাহির বাবু নাকি কুপ্রস্তাব দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিককে! শুধু তাই নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকেই খবরে ছড়িয়ে পড়ে, অফার পাওয়ার পরেও ‘লিপস্টিক’ ছবি থেকে নাকি বাদ পড়েছেন দর্শনা। তার বদলে নেওয়া হয়েছে বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরীকে। একে ‘কুপ্রস্তাব’, তার উপর ছবি থেকে বাদ যাওয়ার অভিযোগ। দুই বাংলায় এখন অভিনেত্রী দর্শনা বণিক ও চিত্রনাট্যকার জাহিরকে নিয়ে বিতর্কের ঝড়। ঠিক তখন সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে মুখ খুললেন আবদুল্লা জাহির বাবু। তাঁর বিরুদ্ধে ওঠা দর্শনা বণিককে কুপ্রস্তাবের অভিযোগ প্রথমেই ফুৎকারে উড়িয়ে দিলেন ‘লিপস্টিক’ ছবির গল্পকার। বাংলাদেশ থেকে ফোনে আবদুল্লা জাহির জানালেন, ”আমি লিপস্টিক ছবিতে অভিনয়ের জন্য দর্শনা বণিকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে, বিদেশ থেকে শিল্পী নিয়ে আসতে হলে, তাঁদেরকে ডলারে পারিশ্রমিক দেওয়া হয়েছে, তা দেখাতে হয়। সেটা দেখাতে না পারলে, ছবিটি সেন্সরে আটকে যায়। আমাদের দেশে বিদেশি মুদ্রার সংকটের জন্য, বাংলাদেশের ব্যাঙ্ক অর্ডার দিয়েছে, এদেশ থেকে কোথাও একশো ডলারও পাঠানো যাবে না। এই নির্দেশের কারণে আমরা যদি দর্শনা বণিককে ভারত থেকে আনতে যাই, সেক্ষেত্রে আনা যাবে না। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশের ব্যাঙ্কের সঙ্গে তিনমাস ধরে কথাও বলেছি। কিন্তু যখন দেখলাম, এই সমস্যার কোনও সমাধান নেই, তখন পূজা চেরীকে আমরা ছবিতে কাস্ট করি।”

[আরও পড়ুন: নেপালের কোর্টে ‘শাপমোচন’! তবুও মেয়রের হুংকার, ‘শাস্তি দিলেও আদিপুরুষ দেখাব না’]

জাহির বাবু আরও জানান, ”আমাদের ইচ্ছে ছিল, এই একই প্রোডাকশনের অন্য ছবিতে দর্শনা বণিককে নিয়ে কাজ করব। দর্শনার সঙ্গে কাজ করার ইন্টারেস্ট ছিল বলেই, তাঁর সঙ্গে কথা বলা হয়েছিল। তাঁকে ছবিতে সই করাও কথা ছিল। দর্শনাকে কিন্তু ছবি থেকে বাদ দেওয়া হয়নি।”

Advertisement

জাহির বাবুর কথায়, ”দর্শনা যে কুপ্রস্তাবের অভিযোগ তুলে সবার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করছেন, তা একেবারেই রসিকতা। এটাকে কেন কুপ্রস্তাব বলা হচ্ছে, তা জানি না। আমি পেশাদার গল্পকার। ৩০ বছর ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং যথেষ্ট সুনামের সঙ্গেই কাজ করছি। উনি কেন এমন অভিযোগ তুললেন জানা নেই। খবরটা ছড়িয়ে পড়ার পর দর্শনার সঙ্গে আর কোনও কথাও হয়নি।”

জাহির বাবু জানান, ”আমার এই ছবির প্রযোজক দর্শনা বণিককে দেখেওনি, চেনেও না। আমি পরিচালককে রাজি করিয়ে ছিলাম, যে দর্শনাকে নিয়ে কাজ করা যায়। সে খুব সুন্দরী। যেহেতু আমার এই ছবির গল্পটাই ছিল নায়িকা কেন্দ্রীক, সেহেতু দর্শনার প্রতি ইন্টারেস্ট জেগেছিল। আর তো কোনও কারণ নেই। ”

কুপ্রস্তাবের অভিযোগ নিয়ে জাহির আরও বলেন, ”আমরা প্রফেশনাল জায়গা থেকে শিল্পীদের সঙ্গে অনেক ঠাট্টা, রসিকতা করে থাকি। তাঁর মানে এই নয় যে কোনও প্রস্তাব। যদি আমার কথাটা কুপ্রস্তাবই হতো, তাহলে সেই রেকর্ড আমি রেখে দিতাম না। এতটা পাগল আমি নই।”

Darshana

চিত্রনাট্যকার জাহির বাবুর সঙ্গে কথা হওয়ার পর, সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গেও। দর্শনার কথায়, ”আমার সঙ্গে লিপস্টিক ছবির চিত্রনাট্য়কারের কথা হয়েছিল। প্রযোজকের সঙ্গে আমার কখনও কোনও কথা হয়নি। চিত্রনাট্যকারই আমাকে জানিয়েছিল, প্রযোজক নাকি বলেছেন ছবিতে সই করানোর পর দর্শনাকে কোন রিসর্টে নিয়ে যাওয়া হবে! এর উত্তরে আমি স্পষ্ট জানিয়ে ছিলাম, আমার এই ধরনের কথা একেবারেই পছন্দ নয়। ভবিষ্যতে যেন এধরনের কথা না বলা হয়। তারপরে আমাকে চিত্রনাট্যকার জানান, আমি একেবারেই মজা করছিলাম। এরপর আমার সঙ্গে আর ওদের কোনও কথা হয়নি। আমি এক সংবাদ মাধ্যম থেকে জানতে পারি, লিপস্টিক ছবিতে অন্য এক নায়িকাকে সই করানো হয়েছে। আমাকে কিন্তু ওদের তরফ থেকে কিছুই জানানো হয়নি এই বিষয়ে। ”

দর্শনার কথায়, ”আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। ওই কথোপকথোনের পর ছবি থেকে বাদ যাওয়ার খবর পেলাম। ব্যস।  ভিসা সংক্রান্ত বা অন্য সমস্যার কথা আমাকে জানানো হয়নি। আমাকে তো পুরো বিষয়টা বলাই যেত। তাই নয় কি! এর থেকে বেশি কিছু আর বলতে চাই না।”

[আরও পড়ুন: মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক নিয়ে হল কাঁপাতে এবার পুজোয় ‘বাঘাযতীন’ দেব]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement