Advertisement
Advertisement

Breaking News

Darshana Banik

ফের বড় পর্দায় জুটি বাঁধছেন সৌরভ-দর্শনা, রহস্যঘেরা প্রেমের গল্প বলবে নতুন ছবি ‘হৃদয়পুর’

কলকাতার নানা জায়গায় হবে এই ছবির শুটিং।

Darshana Banik and Sourav das will play lead in new bengali movie named Hridoypur | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 16, 2022 5:05 pm
  • Updated:April 17, 2022 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই টলিউডে জোর খবর। সৌরভ দাস আর দর্শনা বণিক নাকি চুপি চুপি প্রেম করছে। তবে টলিপাড়ার গুঞ্জনে এসব কথা রটলেও, সৌরভ আর দর্শনা কিন্তু বলছেন, উই আর জাস্ট ফ্রেন্ডশ! তবে সে যাই হোক, নতুন খবর হল সৌরভ ও দর্শনা ফের জুটি বাঁধতে চলেছেন নতুন ছবিতে। ছবির নাম ‘হৃদয়পুর’। সৌম্যজিৎ আদক। ছবির পরিচালক এর আগে আরও দুটি ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। একটি হল ‘অল্প হলেও সত্যি’, আরেকটি হল ‘বিষ’।

একটি খুন কে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প। শহরের ছেলে সৌরভ গ্রামে আসেন চাকরির সূত্রে। সেখানেই দেখা হয় গ্রামের প্রধানের মেয়ে শ্রেয়ার সঙ্গে।

Advertisement

Darshana

[আরও পড়ুন: মুক্তির দিনই ১৩৪ কোটি টাকার ব্যবসা, কেমন হল ‘কেজিএফ চ্যাপ্টার ২’, পড়ুন রিভিউ]

গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ শ্রেয়ার প্রেমের কাহিনি জুড়ে। কিন্তু প্রেম নাকি প্রতিশোধ! প্রেমের নিরিখে লুকিয়ে আছে কোন আজানা গল্প? এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে “হৃদয়পুর” ছবির গল্প। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। কলকাতার নানা জায়গায় হবে এই ছবির শুটিং। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন। ছবিটি মুক্তি পাবে “হোয়াইটস ফেদারস প্রোডাকশন ও কলকাতা ফিল্মস” এর ব্যানারে প্রযোজক প্রদীপ বাজাজ ও অরিজিৎ বোস এর প্রযোজনাতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saurav Das (@i_sauravdas)

[আরও পড়ুন: কলেজ প্রেমের গল্প ‘X=Prem’, সৃজিতের ছবির মুখ্য চরিত্রে অর্জুন-শ্রুতি ও অনিন্দ্য-মধুরিমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement