Advertisement
Advertisement
Sapna Chaudhary

টাকা নিয়েও অনুষ্ঠানে গরহাজির, ‘বিগ বস’ খ্যাত স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চুক্তিভঙ্গের মামলায় সমন জারি করল আদালত।

Dancer Sapna Chaudhary Faces Arrest Warrant In Uttar Pradesh For Not Returning Ticket Money | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 23, 2022 3:38 pm
  • Updated:August 23, 2022 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারি পরোয়ানা জারি হল হরিয়ানার নৃত্যশিল্পী (Haryana Dancer) তথা গায়িকা স্বপ্না চৌধুরীর (Sapna Chaudhary) বিরুদ্ধে। অভিযোগ, একটি অনুষ্ঠানে নাচগান করার কথা ছিল তাঁর। তার জন্য আগাম পারিশ্রমিকও নেন তিনি। যদিও নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে উপস্থিত হননি বলেই অভিযোগ। অথচ আয়োজকদের থেকে নেওয়া অর্থও ফিরিয়ে দেননি। চুক্তিভঙ্গের একাধিক মামলার পর সমন জারি হল শিল্পীর বিরুদ্ধে।

সোমবার লখনউয়ের (Lucknow) একটি আদালত স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত সূত্রে জানা গিয়েছে, মূল ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের ১৩ অক্টোবরে লখনউয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি নাচগানের অনুষ্ঠান করার কথা ছিল স্বপ্নার। তার জন্য অগ্রিম অর্থ দেওয়া হয়েছিল তাঁকে। অন্যদিকে অফলাইন ও অনলাইনে অনুষ্ঠানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হাজিরই হননি বিখ্যাত নর্তকী। এর ফলে কয়েক হাজার দর্শক অনুষ্ঠানস্থলে এসেও ফিরে যান। চাপে পড়েন আয়োজকরা।

Advertisement

[আরও পড়ুন: আগামী মাসেই বদল মোদি মন্ত্রিসভায়! রদবদলে চমকের সম্ভাবনা প্রবল]

এই ঘটনায় ২০১৮ সালের ১৪ অক্টোবরে লখনউয়ের আশিয়ানা থানায় মামলা দায়ের হয় স্বপ্নার বিরুদ্ধে। একই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল জুনেইদ আহমেদ, নবীন শর্মা, ইয়াদ আলি, অমিত পাণ্ডে ও রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে। এদের মাধ্যমেই স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল। জানা গিয়েছে, স্বপ্নার বিরুদ্ধে এটিই একমাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় স্বপ্নার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। বহু ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও খবর।

[আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় দেখে ফেলার ‘শাস্তি’, নাবালিকাকে ধর্ষণের পর খুন করল মায়ের প্রেমিক]

তবে ২০২১ সালের মামলার প্রেক্ষিতেই স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মামলায় মাঝে জামিনও পেয়েছিলেন ‘বিগ বস’ খ্যাত নর্তকী। সোমবার আদালতে হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি উপস্থিত হননি। এমনকী আইনজীবীর দ্বারা কোনও আবেদনও করা হয়নি শিল্পীর তরফে। এই অবস্থায় চুক্তিভঙ্গের অভিযোগ স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে লখনউয়ের একটি আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement