Advertisement
Advertisement
Ranveer Singh

বিয়ের ছবি ডিলিট করলেন রণবীর সিং, মা হওয়ার আগেই দীপিকার সংসারে ভাঙন!

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর।

Dad-To-Be Ranveer Singh DELETES Wedding Photos With Deepika Padukone From Instagram
Published by: Akash Misra
  • Posted:May 7, 2024 4:50 pm
  • Updated:May 7, 2024 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! এই সবে দীপিকা ও রণবীরের ঘোরার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আর তার মাঝেই নতুন খবর। রণবীর নাকি সোশাল মিডিয়া থেকে তাঁর সমস্ত বিয়ের ছবি ডিলিট করেছেন! হ্য়াঁ, রণবীরের ইনস্টাগ্রামে নজর রাখলে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। তা হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন রণবীর? দীপিকার সঙ্গে সব ঠিক আছে তো?

নিন্দুকরা বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নাকি দীপিকা, রণবীরের থেকে একটু দূরে দূরে রয়েছেন। এমনকী, ক্য়ামেরার সামনেও দুজন একসঙ্গে ধরা দেন না। বিমানবন্দরেও আজকাল দীপিকাকে দেখা যায় একাই। তাহলে কি রণবীর-দীপিকার সম্পর্কে ভাঙন? এই নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি রণবীর বা দীপিকা কেউই।

Advertisement

[আরও পড়ুন: প্রথম বৃষ্টিতে নাজেহাল ঋতুপর্ণা, জলমগ্ন রাস্তায় জেরবার নায়িকা, কী করলেন?]

ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছে থাকবেন। কিন্তু অভিনেত্রীকে আবার দেখা যায় রোহিত শেট্টির ‘লেডি সিংহম’-এর সেটে। এর মধ্যেই আবার দীপিকার সারোগেসির মাধ্যমে মা হওয়ার গুঞ্জন রটেছে। কারণ ‘লেডি সিংহম’ ছবির শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছিল তাতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছিল না। তবে বোটে দীপিকা-রণবীরের যে ছবি ভাইরাল হয়েছে তাতে নায়িকার স্ফীতোদর স্পষ্ট বলেই দাবি করা হচ্ছে। তারই মাঝে রণবীরের এমন কাণ্ড রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে অনুরাগীদের। 

[আরও পড়ুন: শাড়ির আভিজাত্য নিয়ে ‘মেট গালা’য় আলিয়া ভাট, ছবি থেকে চোখ ফেরানো দায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement