Advertisement
Advertisement

Breaking News

Soham Chakraborty

‘যশ’ মোকাবিলায় চণ্ডীপুরের রাস্তায় সোহম, দেখলেন ত্রাণ শিবির, খুললেন কন্ট্রোল রুম

সতর্কবার্তা দিয়েছেন আরেক তারকা বিধায়ক রাজ চক্রবর্তীও।

Cyclone Yaas alert: TMC MLA Soham Chakraborty visits his Chandipur area | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 25, 2021 6:37 pm
  • Updated:May 25, 2021 7:39 pm  

রঞ্জন মহাপাত্র: ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে তার উপস্থিতি। দিঘা কিংবা তাজপুরের সৈকতে ঢেউয়ের আস্ফালন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। নিজের চণ্ডীপুর বিধানসভা (Chandipur Purba Medinipur) এলাকার মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ঘুরে দেখছেন বিভিন্ন এলাকা।

একুশের ভোটে জেতার পরই করোনা (Corona Virus) মোকাবিলায় টিম নিয়ে নেমে পড়েছিলেন সোহম। চণ্ডীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছেন তিনি। এবার ‘যশ’ সাইক্লোনের মোকাবিলায় ময়দানে নেমে পড়েছেন তারকা বিধায়ক। মঙ্গলবার সকালেই সোহম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর বিধানসভা কেন্দ্রের বিপজ্জনক এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খোলা হয়েছে দু’টি কন্ট্রোল রুম।

Advertisement

পরে নিজের দলবল নিয়ে চণ্ডীপুরের রাস্তায় নেমে পড়েন সোহম নিজে। বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। খুব শিগগিরিই খাবার-দাবার পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন। সোহমের সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের (TMC) সহ-সভাপতি আজগর আলি।

[আরও পড়ুন: ‘আমাদের লড়তেই হবে’, ‘যশ’ মোকাবিলায় প্রস্তুত দেব, দিলেন অফিস ও হেল্পলাইন নম্বর]

‘যশ’ মোকাবিলায় সক্রিয় বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)। ঝড়ের সময় কী করা উচিত? কী করা উচিত নয়? সেই তথ্য শেয়ার করেন তিনি। “আতঙ্কিত নয়, সতর্ক থাকুন”, একথাও লিখেছেন রাজ।

[আরও পড়ুন: ‘রেড ভলান্টিয়ার্সই বাংলার অক্সিজেন, ২০২৪-এ আমাদের মনে রাখবেন’, ভিডিও বার্তা শ্রীলেখার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement