Advertisement
Advertisement

Breaking News

Cyclone Dana

‘ডানা’য় পুরীর সৈকতে যাওয়া পর্যটকদের মীরের শ্লেষ, ‘ক্লোন না, সাইক্লোন বানিয়ে রাখা উচিত’

ডানার মাঝেই পুরীতে ভিড়, কী মন্তব্য মীরের?

Cyclone Dana: Mir Afsar Ali slams tourist staying at Puri amid cyclone
Published by: Sandipta Bhanja
  • Posted:October 25, 2024 11:50 am
  • Updated:October 25, 2024 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানার(Cyclone Dana) তাণ্ডবের আশঙ্কায় বৃহস্পতিবার একেবারে খাঁ-খাঁ করছিল জগন্নাথ ধাম। প্রশাসনের তৎপরতায় পুরী প্রায় পর্যটকশূন্যই মনে হয়েছিল লক্ষ্মীবারের রাতে। কিন্তু শুক্রবার সকালে আবহাওয়া বদলের সঙ্গে পুরীর সমুদ্র সৈকতের চিত্রটাই যেন বদলে গেল। সাত-সকাল থেকেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। পুলিশি নিরাপত্তা থাকলেও সৈকতের ইতি-উতি মোবাইল নিয়ে হাসিখুশি মেজাজে দেখা গেল তাঁদের। সেসব পর্যটকদেরই মীর আফসার আলির(Mir Afsar Ali) শ্লেষ, “আপনাদের ক্লোন নয়, সাইক্লোন বানিয়ে রাখা উচিত।”

পুরীর সৈকতে সারা বছরই ভিড় লেগে থাকে। দেখা গিয়েছে, ডানা ঘুর্ণীঝড় আসার খবর পেয়েও পর্যটকদের একাংশ সমুদ্রতট ছাড়েননি। তাঁদেরকেই কটাক্ষ করেছেন মীর আফসার আলি। তাঁর কথায়, “পুরীর সমুদ্রের ধারে যাঁরা ‘ঘূর্নিঝড় LIVE’ দেখার জন্য দাঁড়িয়ে আছেন, তাঁদের বলি, আপনাদের ক্লোন নয়, সাইক্লোন বানিয়ে রাখা উচিত!” কৌতূক অভিনেতার এহেন মন্তব্যে সমর্থন জানিয়েছেন সকলেই।

Advertisement

তবে দু-একজন আবার মীরের কৌতূকে চটেও গেলেন। জনৈক নেটাগরিক লিখেছেন, “আপনি একটা ভাঁড়!” তার কমেন্ট সেকশনেও রসিক জবার কৌতূক অভিনেতার। লিখলেন- ওরে “কে আছিস? একটু চা বলে দে!” একাংশ আবার মীরকে সমর্থন জানিয়ে ঠাট্টা করে লিখেছেন, “পর্যটকরা বলছেন, পুলিশ এর থেকে লুকিয়ে ঝড় দেখতে এলাম, শুনলাম ভালো ঝড় হবে।” কারও মন্তব্য, “আসলে পুজো পরিক্রমা শেষ এবার ঝড় পরিক্রমা করতে বেরিয়েছে এরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement