সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও তিনি ‘মির্জাপুর’-এর কালিন ভাইয়া, কখনও আবার ‘সেক্রেড গেমস’-এর গুরুজি। সত্তু ভাইয়ার মতো আবার ‘লুডো’ চরিত্রও হয়ে ওঠেন অনায়াসে। এবার ওয়েব দুনিয়ায় অ্যাডভোকেট মাধব মিশ্র হয়ে ফিরছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। তাঁর সঙ্গে এবার দেখা যাবে বাংলার যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta)। বৃহস্পতিবারই প্রকাশ্যে এল ‘ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড দ্য ক্লোজড ডোরস’ (Criminal Justice: Behind Closed Doors) সিরিজের ট্রেলার।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজের প্রথম মরশুম। সেখানে মাধব মিশ্র হয়ে আদিত্য নামে এক ট্যাক্সি চালকের (বিক্রান্ত মেসি) মামলা লড়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। সঙ্গে নিখত হুসেন হিসেবে ছিলেন অনুপ্রিয়া গোয়েঙ্কা (Anupriya Goenka)। এই সিরিজেও দু’জনকে একসঙ্গে দেখা যাবে। এবার গল্প আবর্তিত হবে অনুরাধা চন্দ্রর (কীর্তি কুলহারি) চরিত্রকে কেন্দ্র করে। নিজের স্বামী বিক্রম চন্দ্রকে খুনের অভিযোগ ওঠে অনুরাধা ওরফে অনুর বিরুদ্ধে। খুনের অভিযোগ স্বীকারও করে নেয় সে। কোনও আইনজীবী তার মামলা নিতে রাজি নয়। এমন পরিস্থিতিতেই মাধব মিশ্রর ডাক পড়ে। ফুলশয্যার রাতে বউকে ছেড়েই মামলা লড়তে বেরিয়ে পড়েন মাধব।
সিরিজের যিশুর চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে কালো কোর্ট পরা একটি ছবি যিশু নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন। যিশু ছাড়াও সিরিজের নতুন মরশুমে দেখা যাবে পোড় খাওয়া কিছু অভিনেতাকে। থাকছেন দীপ্তি নাভাল, মিতা বশিষ্ঠ, আশিস বিদ্যার্থী, শিল্পা শুক্লা। প্রথম মরশুমে ১০টি এপিসোড দেখা গিয়েছিল। শোনা গিয়েছে, নতুন মরশুমে ৮টি এপিসোড থাকছে। পরিচালনার দায়িত্ব সামলেছেন রোহন সিপ্পি এবং অর্জুন মুখোপাধ্যায়। কাহিনি ও চিত্রনাট্য অপূর্ব আসরানির। ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে (Disney+ Hotstar VIP) বাংলা, হিন্দি-সহ মোট সাতটি ভাষায় মুক্তি পাবে ‘ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড দ্য ক্লোজড ডোরস’।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.