সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে নাম জড়াল জয়া বচ্চন (Jaya Bachchan), জুহি চাওলা, মহিমা চৌধুরীর মতো বলিউড নায়িকার নাম। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার। রাজ্যের বিধানসভা অধিবেশন চলাকালীন কংগ্রেস বিধায়কদের প্রশ্নের উত্তরে জানান স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল।
সোমবার গুজরাট বিধানসভার অধিবেশন চলাকালীন কংগ্রেস বিধায়ক ইমরান খেড়াওয়ালা জানান, জুনাগড়ে জয়া বচ্চন, জুহি চাওলা, মহিমা চৌধুরীর মতো বলিউড অভিনেত্রীদের নামে করোনা টিকার শংসাপত্র দেওয়া হয়েছে। এই মানুষগুলি তো গুজরাটের বাসিন্দা নন। তাহলে কীভাবে এটা হতে পারে? এ বিষয়ে গুজরাট সরকার কিছু করছে কি?
এই প্রশ্নের উত্তরেই রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, ‘প্রোটেকশন ডোজ’ দেওয়ার জন্যই বিশেষ ক্যাম্প করা হয়েছিল। সেখানে প্রচুর দরিদ্র মানুষ, সাধু-সন্তরা এসেছিলেন। যাঁদের পরিচয়পত্র ছিল না। কিন্তু তাঁদেরও ভ্যাকসিন দেওয়া প্রয়োজন ছিল। আর এই আগাম সতর্কতার জন্যই গত এক বছরে গুজরাটে মাত্র ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এরপরই আবার কংগ্রেস নেতা অমিত চাভেদা খেড়াওয়ালার প্রশ্নের পুনরাবৃত্তি করেন। তখন ঋষিকেশ প্যাটেল জানান, কীভাবে এই কাজগুলি হয়েছে তাঁর একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই তদন্তের জন্য কিছু পরামর্শদাতাকেও নিয়োগ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.