কৃষ্ণকুমার দাস: বাড়িতেই ছিলেন গত কয়েকদিন। জনসমক্ষে বেরননি। তারপরও করোনা ভাইরাস থাবা বসাল অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) শরীরে। কোভিড পজিটিভ (COVID-19) মিমি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। টুইট করে নিজেই দুঃসংবাদ জানিয়েছেন। অভিনেত্রীর আবেদন, সকলে মাস্ক পরুন, সুস্থ থাকুন। অন্যদিকে, সকালে আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলেন আরেক অভিনেতা-সাংসদ দেব (Dev)। সন্ধেবেলা তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে।
— Mimssi (@mimichakraborty) January 5, 2022
টুইটে মিমি জানিয়েছেন, গত কয়েকদিন তিনি কোথাও যাননি, বাড়িতে ছিলেন। তবে তারপরও মৃদু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান। বুধবার সন্ধে নাগাদ রিপোর্ট পজিটিভ আসে। এরপরই চিকিৎসককে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নেন মিমি চক্রবর্তী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন সাংসদ-অভিনেত্রী।
বুধবারই টলিপাড়ার আরও অনেকের কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট মেলে। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষও করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে সস্ত্রীক করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। টলিপাড়ায় মারণ ভাইরাসের থাবা চওড়া হওয়ায় এদিন সকালে RT-PCR টেস্ট করান অভিনেতা-সাংসদ দেব। সন্ধেবেলা রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুইটে জানান অভিনেতা। যদিও তাঁর কোনও উপসর্গ নেই। কোভিড পজিটিভ তাঁর সঙ্গী রুক্মিণী মৈত্রও।
Thanku for the Concern ..
Got the results
Yes I am Positive with almost No SymptomsRight now in a Home Isolation 🙏🏻
— Dev (@idevadhikari) January 5, 2022
গত বছরের জুন মাসে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। কসবার সেই টিকাকরণ শিবিরে তিনি জালিয়াতির শিকার হন। ১০৭ নম্বর ওয়ার্ডে শিবিরে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যাদবপুরের সাংসদ। কিন্তু পরে জানতে পারেন, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই টিকাকরণ শিবিরটি চলছিল। এই অভিযোগে ভুয়ো আমলা দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো টিকাকরণ নিয়ে দীর্ঘ মামলা এখনও চলছে।
তারকা সাংসদ নিজে টিকা জালিয়াতির শিকার হয়েছেন! এ নিয়ে সেসময় রীতিমতো শোরগোল পড়ে যায়। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিমি চক্রবর্তী জানান, টিকা নেওয়ার পর মোবাইলে মেসেজ না আসার পরই সন্দেহ শুরু হয়। ক্যাম্পে গিয়ে সার্টিফিকেট চাইলে বলা হয় তিন-চারদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপরই নাকি পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া থামিয়ে দেন মিমি। তবে ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থও হয়ে পড়েছিলেন মিমি। আর নতুন বছরের শুরুতেই তাঁর শরীরে থাবা বসাল কোভিড-১৯ (COVID-19)। সবাইকে স্বাস্থ্য়বিধি মেনে চলার জন্য় টুইটে তিনি লিখেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.