Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor Khan

ছোট্ট দুই সন্তানকে মিস করছেন করিনা, করোনায় ঘরবন্দি থেকে আক্ষেপ সইফ ঘরণির

করিনার সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী অমৃতা অরোরাও।

Corona positive Kareena Kapoor Khan in quarantine missing her children | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 18, 2021 7:54 pm
  • Updated:December 18, 2021 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: বান্ধবীদের সঙ্গে জমিয়ে পার্টি করার ফলেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। অন্তত সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগেই ট্রোল করা হচ্ছে করিনাকে। নেটিজেনদের একাংশের মতে, গত বছর ডিসেম্বর মাস থেকেই করিনার জীবনযাত্রা বেলাগাম। আর তারই নাকি ফলাফল এই ঘটনা।

তবে এই নিয়ে আপাতত কোনওরকম মন্তব্য করতে চাননি করিনা (Kareena Kapoor Khan)। বরং করোনা আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনে থেকে দুই সন্তানকে মিস করছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্টোরিতে সে মনের কথাই জানালেন করিনা কাপুর খান।

Advertisement

[আরও পড়ুন: গোয়েন্দার ভূমিকায় ওয়েব সিরিজে ঋত্বিক চক্রবর্তী, মুক্তি পেল ‘গোরা’র টিজার]

তা কী লিখলেন করিনা?

করিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘কোভিড আই হেট ইউ। আমার সন্তানদের খুব মিস করছি। তবে দেখা হবে জলদি!’

করিনা কাপুর খানের ইনস্টাগ্রাম স্টোরি।

সূত্রের খবর, কিছুদিন আগেই মালাইকা অরোরা ও করিশ্মা কাপুরের সঙ্গে তাঁদের পার্টি করতে দেখা গিয়েছিল করিনাকে। করিনার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন অমৃতা অরোরাও। আর কারা কারা তাঁদের সঙ্গে গত কয়েকদিনে এই দুই অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন, তা জানার চেষ্টা করছেন বৃহন্মুম্বই পুরনিগমের আধিকারিকরা। ২০২০ সাল থেকে বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন। করিনা ও অমৃতার ক্ষেত্রেও তেমনই হবে বলে আশা অনুরাগীদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন: বড়দিনের আগেই বড় খবর, মা হচ্ছেন ‘গুনগুন’ তৃণা সাহা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement