সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ডেভিড ধাওয়ান (David Dhawan) পরিচালিত ‘কুলি নম্বর ১’। সেই সময় ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৩৬ কোটি টাকা। আর বক্স অফিস থেকে আয় হয়েছিল ১৩০ কোটি টাকা। নিজের সেই হিট ফ্র্যাঞ্চাইজিকেই ২০২০ সালের পর্দায় ফিরিয়ে এনেছেন পরিচালক। তবে এবারে তা সেভেন্টি এম এম স্ক্রিনের বদলে তা দেখা যাবে হাতের ছোট্ট মোবাইল ফোন কিংবা বাড়ির স্মার্ট টিভিতে। আর নায়কের ভূমিকায় গোবিন্দার (Govinda) বদলে অভিনয় করেছেন তাঁরই ছেলে বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বিপরীতে করিশ্মা অভিনীত চরিত্রে রয়েছেন আরেক তারকা সন্তান। সইফকন্যা সারা আলি খান (Sara Ali Khan)। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
২০১৯ সালের আগস্ট মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। শোনা গিয়েছে, শেষ পর্বে কিছু দৃশ্যের টেক বাকি থাকতেই শুরু হয়ে যায় লকাডাউন। পরে নিউ নর্মালে তা মুম্বইয়ের স্টুডিওয় সারা হয়। নিউ নর্মালেই ছবির ডাবিং সেরেছেন বরুণ ধাওয়ান, পরেশ রাওয়াল, সারা আলি খান, জাভেদ জাফ্রি, রাজপাল যাদব, সাহিল বেদ, জনি লিভার, শিখা তালসানিয়া। চলতি বছরের ১ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু কোভিড (COVID-19) পরিস্থিতির জন্য তা বাতিল হয়ে যায়। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে নতুন ‘কুলি নম্বর ১’।
নিজের পুরনো সিনেমাকে নতুন করে দর্শকদের সামনে এর আগেও পেশ করেছিলেন ডেভিড ধাওয়ান। সলমন খান (Salman Khan) অভিনীত ‘জুড়য়া’র রিমেক করে প্রশংসা পেয়েছিলেন তিনি। ৬৫ কোটি টাকা বাজেটের ছবিটি মোট ২২৭ কোটি টাকা রোজগার করেছিল। সলমন নিজেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবার শোনা গিয়েছে, ‘কুলি নম্বর ১’-এর রিমেকের খবরে খুব একটা সন্তুষ্ট নন গোবিন্দা। এ নিয়ে নাকি একটু অভিমানও রয়েছে তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.