Advertisement
Advertisement
Mujib The Making of a Nation

ইতিহাসের ‘ভুল ব্যাখ্যা’, শ্যাম বেনেগলের ‘মুজিব’ ছবির ট্রেলার ঘিরে বিতর্ক বাংলাদেশে

কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবির ট্রেলার।

Controversy over Shyam Benegal's New Movie Mujib The Making of a Nation trailer | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 24, 2022 11:57 am
  • Updated:May 24, 2022 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক শ্যাম বেনেগলের ‘মুজিব: দ্য় মেকিং অব আ নেশন’ (Mujib The Making of a Nation) ছবির ট্রেলার নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ল গোটা বাংলাদেশে। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি বঙ্গবন্ধুর এই বায়োপিকে মুজিবর রহমানের চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আরফিন শুভকে।

কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবির ট্রেলার। আর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শ্যাম বেনেগলের এই ছবি ঘিরে বিতর্ক শুরু। বাংলাদেশের বহু মানুষের অভিযোগ, এই ছবিতে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যা কিনা একেবারেই ভ্রান্ত। শুধু তাই নয়, অনেকের দাবি মুজিবের চরিত্রে আরফিন শুভকে মোটেই মানাচ্ছে না। ট্রেলারের একটি দৃশ্যে দেখানো হয়েছে বিখ্যাত ৭ মার্চের ভাসনে বঙ্গবন্ধুর চোখে চশমা। এদিকে পুরনো ছবি বলছে তিনি সেদিন চশমা পরেননি। ট্রেলারে বাংলাদেশের মুক্তি যুদ্ধে দু’ধরনের বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।

Advertisement

এই ছবির ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক ছড়িয়ে পড়েছিল। ট্রেলার প্রকাশ পাওয়ার পর, সেই বিতর্ক বেড়ে হল দ্বিগুণ। 

পরিচালক শ্যাম বেনেগল

[আরও পড়ুন: কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে পড়ল গাড়ি, আহত দক্ষিণী তারকা সামান্থা ও বিজয়]

ট্রেলার দেখে যে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে, তা নিয়ে সংবাদ মাধ্যমকে পরিচালক শ্যাম বেনেগল জানিয়েছেন, ‘ট্রেলার দেখেই সমালোচনা করার কোনও অর্থ হয় না। ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে কেউ পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারে না। কানে এই ট্রেলার খুবই প্রশংসিত হয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাঁদের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।’

[আরও পড়ুন: এবার রানু মণ্ডলের গলায় জনপ্রিয় ‘টাপা টিনি’! ভাইরাল ভিডিও দেখে কী বলছেন নেটিজেনরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement