Advertisement
Advertisement

Breaking News

ছপাক

অ্যাসিড হামলাকারীর নাম বদলানোর অভিযোগ, গেরুয়া শিবিরের নিশানায় ‘ছপাক’

আদৌ কি নাম বদলানো হয়েছে? জানুন সত্য।

Contoversy over Deepika Padukone starrer 'Chhapaak'
Published by: Bishakha Pal
  • Posted:January 9, 2020 9:39 am
  • Updated:January 9, 2020 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই বিতর্কে জড়াল ‘ছপাক’। কিছুদিন আগে লক্ষ্ণী আগরওয়ালের সঙ্গে প্রযোজকদের সমস্যার কথা খবরে এসেছিল। এবার রাজনৈতিক দলের নিশানায় দীপিকার ছবি। গত রবিবার জেএনইউয়ে ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের উপর হামলার পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে কানহাইয়া কুমারেরও বক্তব্য শোনেন তিনি। আর তারপর থেকেই দীপিকা বিরুদ্ধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। কোমর বেঁধে নেমে পড়েছে দীপিকাকে তুলোধোনা করতে।

জেএনইউয়ে গার্লস হোস্টেলে ঢুকে পড়ুয়াদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছোন দীপিকা পাড়ুকোন। ‘ছপাক’-এর প্রোমোশনে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখান থেকেই প্রতিবাদমঞ্চে যান। অদ্ভুতভাবে তার পর থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করে বিজেপি নেতৃত্ব। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় একটি হ্যাশট্যাগ ‘Rajesh’। তাদের বক্তব্য, ‘ছপাক’ ছবিতে মূল ঘটনাকে বিকৃত করা হয়েছে। ছবির প্রযোজক দীপিকা পাড়ুকোন ও পরিচালক মেঘনা গুলজার ছবিতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চেয়েছিলেন। আর তা করতে গিয়ে মূল ঘটনাটাই নাকি তাঁরা বদলে দিয়েছেন। ছবিতে লক্ষ্মী আগরওয়ালের অনুকরণে তৈরি চরিত্র মালতীকে যারা অ্যাসিড ছুঁড়েছিল, তারা ছিল মুসলিম। অথচ ছবিতে তাদের হিন্দু হিসেবে দেখানো হয়েছে। 

Advertisement

[ আরও পড়ুন: জেএনইউ কাণ্ডে মুখ খুললেন এআর রহমান, বলিউডকে ‘মেরুদণ্ড’ দেখাতে বললেন প্রকাশ ]

এনিয়ে বাবুল সুপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে মেঘনা গুলজারকে সরাসরি ‘দায়িত্বজ্ঞাহীন’ বলে মন্তব্য করেন তিনি। বলেন, পরিচালক ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে যদি দোষীর নামটাই বদলে দেন, তাহলে সেই পরিচালক ‘দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড’। কিন্তু আশ্চর্যের বিষয়, ‘ছপাক’-এ কোনওভাবেই দোষীর নাম মুসলিম থেকে হিন্দু করা হয়নি বলে খবর। ছবিতে তার নাম বসির খান ওরফে বাবু। আর ‘Rajesh’ বলে যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছে, সেটিও ভুল। কারণ রাজেশ ছবিতে মালতীর বন্ধু। অভিনেতা বিক্রান্ত মাসে এই চরিত্রে অভিনয় করছেন। তাহলে কেন ‘ছপাক’ নিয়ে এমন ভুল তথ্য ছড়াচ্ছে গেরুয়া শিবির?

রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, দীপিকার উপর ‘আক্রোশ’ থেকেই এমন কাণ্ড ঘটাচ্ছে বিজেপি। যদি ছবি নিয়েই কোনও সমস্যা থাকত, তাহলে সে কথা আরও আগে উঠতে পারত। কিন্তু যেদিন ঐশী ও কানহাইয়ার পাশে দাঁড়ালেন অভিনেত্রী, তারপর থেকেই ‘ছপাক’-এর খুঁত ধরা শুরু হল। এ কি স্রেফ সমাপতন? শুধু তাই নয়, দীপিকার ইমেজ কালিমালিপ্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির, এমনও অভিযোগ উঠছে। দীপিকাকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলিতে। আর এসব শুরু হয়েছে মঙ্গলবারের পর। যদিও অভিনেত্রী এতে কোনও মন্তব্য করেননি।

[ আরও পড়ুন: ‘দোষীরা শাস্তি পাচ্ছে না দেখে রাগ হয়’, জেএনইউ কাণ্ড নিয়ে বিস্ফোরক দীপিকা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement