Advertisement
Advertisement

Breaking News

Nawazuddin Siddiqui

বিজ্ঞাপনে বাঙালিদের অসম্মান! নওয়াজউদ্দিনের বিরুদ্ধে থানায় কলকাতার আইনজীবী

কলকাতা পুলিশেই অভিযোগ দায়ের করা হয়েছে।

Complaint against beverage giant, Nawazuddin Siddiqui for hurting 'Bengali sentiments' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 26, 2023 9:10 am
  • Updated:April 26, 2023 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনে বাঙালিদের অসম্মান করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন দেবযান বন্দ্যোপাধ্যায় নামে একজন আইনজীবী।

Nawaz

Advertisement

এমনিতে নওয়াজের সময় ভাল যাচ্ছে না। ব্যক্তিগত জীবন নিয়ে জেরবার অভিনেতা। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী। আবার নওয়াজের ভাইও দাদার ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ এনেছেন। এমন পরিস্থিতিতেই ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনের জন্য বিপাকে পড়লেন বলিউড তারকা। বাংলায় একটি প্রবাদ আছে, “সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়।” এই প্রবাদের আদলেই বিজ্ঞাপনের বাংলা ভার্সানের সংলাপে বলা হয়, “সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে।”

[আরও পড়ুন: স্তনবৃন্তে তাক করা বন্দুক, উরফির নয়া কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া]

বিষয়টিকে ঠাট্টা হিসেবে দাবি করা হয় এবং তাতে নওয়াজকে হাসতে দেখা যায়। এতেই আপত্তি দেবযানের। তাঁর ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনটির হিন্দি ভার্সান নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু, বিজ্ঞাপনের বাংলা ভার্সানে বাঙালিদের অপমান করা হয়েছে বলেই দাবি আইনজীবীর। আর নওয়াজের পাশাপাশি ঠান্ডা পানীয় সংস্থার সিইওর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে বলেও খবর।

Nawazuddin siddiquis mother files fir against his wife alia

যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য তারা তীব্র অনুশোচনা অনুভব করছে। বিষয়টি অনিচ্ছাকৃত এবং সমস্ত বাংলা প্রচার মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোম্পানি বাংলা ভাষাকে কতটা সম্মান করে তাও টুইট করে জানানো হয়েছে।

Sprite

[আরও পড়ুন: জীবনকৃষ্ণের মোবাইলে ১০০ অডিও ফাইল, যাচাই করতে বিধায়কের স্বরের নমুনা নেবে CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement