Advertisement
Advertisement

Breaking News

দিওয়ালিতে একসঙ্গে বড়পর্দায় আসছে এই চার জুটি

দেখুন প্রথম ঝলক।

Comedy movie ‘Jio Pagla’ to hit theaters this Diwali
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2017 11:39 am
  • Updated:September 28, 2019 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পুজোয় একসঙ্গে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। রয়েছে কাকাবাবু, ব্যোমকেশ। অন্যদিকে কোয়েল, রুক্মিণীর সঙ্গে ‘ককপিট’-এ আছেন দেব। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে একটু অন্য স্বাদের প্রেমের গল্প ‘প্রজাপতি বিস্কুট’। চলচ্চিত্রের দুনিয়া নিয়ে মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস’-এর পাশাপাশি কমেডির মোড়কে প্রেমের গল্প নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। অতএব বোঝাই যাচ্ছে এবছরের পুজো পুরোপুরি সিনেমাময়। যেমন রয়েছে পরিচালকদের টক্কর তেমনই মুখোমুখি প্রযোজকরাও। আর অভিনেতা অভিনেত্রীদের তালিকা তো বেশ দীর্ঘ। তবে দুর্গাপুজোর এই ভিড়কে হালকা করে পাশ কাটিয়ে কিছুটা এগিয়ে গেছেন সুপারস্টার জিৎ। তিনি তাঁর ছবি ‘নটি কে’ নিয়ে আসবেন দিওয়ালিতে। তবে তিনি একা মোটেই নন। তাকে টক্কর দিতে শামিল আরও চার জোড়া অভিনেতা অভিনেত্রী। কালীপুজোয় মুক্তি পেতে চলেছে পরিচালক রবি কিনাগীর ছবি ‘জিও পাগলা’।

[সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ!]

Advertisement

যীশু, শ্রাবন্তী, হিরণ, পায়েল, সোহম, ঋতিকা, বনি ও কৌশানী- এই চার জুটিকে নিয়েই ছবির চিত্রনাট্য। নাম থেকেই বোঝা যাচ্ছে আদ্যপান্ত একটি কমেডি ছবি হতে চলেছে ‘জিও পাগলা’। ছবি যেমন কমেডি, তেমনই ছবির শুটিংয়ে যে সবাই চুটিয়ে মজা করেছে তার প্রমাণ পাওয়া যায় তারকাদের সোশ্যাল সাইটের প্রোফাইল থেকে।

কিছুদিন আগেই গানের শুটিংয়ে ব্যাংকক উড়ে গিয়েছিল গোটা টিম। ব্যাংককে শুট করা হল ছবির টাইটেল ট্র্যাক। সম্প্রতি সোশ্যাল সাইটে প্রকাশ করা হল এই গানের টিজারও। আপাতত শেষ ছবির শুটিং। ডাবিং পর্বও শেষ। এখন শুধু অপেক্ষা দেখার বড়পর্দায় কী চমক নিয়ে আসে এই চার জুটি।

[কিংবদন্তির কীর্তি, ‘ময়ূরাক্ষী’ ছবিতে গান গাইলেন সৌমিত্র চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement