সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোঁজ পাওয়া যাচ্ছে না বিখ্যাত কমেডিয়ান সুনীল পালের। একটি শো করার জন্য মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার কথা ছিল মঙ্গলবার। কিন্তু তিনি ফেরেননি। এমনকী, তাঁর ফোনও পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন কৌতুক অভিনেতার স্ত্রী সরিতা। তিনি জানান, সোমবার সুনীল একটি শো করতে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারই মুম্বই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু মঙ্গলবার তিনি ফেরেননি। এমনকী তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর ফোনও বেশ কয়েক ঘণ্টা বন্ধ।
পুলিশ ইতিমধ্যেই অভিনেতার সন্ধান শুরু করেছে। সুনীলের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তাঁর সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। তিনি কোথায় শো করতে গিয়েছিলেন, সেই শো-এর আয়োজক কে ছিলেন সবটাই সন্ধান করার চেষ্টা করছে পুলিশ। তবে এখন লিখিতভাবে কোনও মিসিং ডায়েরি নেওয়া হয়নি বলেই পুলিশ সূত্রের খবর।
সুনীল পালকে দেশের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসাবে গণ্য করা হত একটা সময়। ইদানিং অবশ্য মূলস্রোত থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। সাম্প্রতিক অতীতে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আজকালকের কমেডির ধরন নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষও শুনতে হয়েছে। বছরখানেক আগেই কপিল শর্মা শো’য়ের সমালোচনা করেছিলেন তিনি। তারপরও বহু কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তবে সিনেমা বা সিরিজে সেভাবে দেখা না গেলেও নিয়মিত স্টেজ শো করেন সুনীল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.