সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের ‘শাখা প্রশাখা’য় এখনও অষ্টেপৃষ্ঠে জড়িয়ে তাঁর স্মৃতি। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। এই নামের সামনে প্রয়াত শব্দ এখনও বড্ড বেমানান। বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেতার আজ ৮৬তম জন্মদিন। কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে মনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
মঙ্গলবার সকালে করা দু’টি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর কথা মনে পড়ছে। তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন যিনি প্রত্যেক কাজে নিজের দক্ষতার ছাপ রেখে গিয়েছে। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতি মিস করি। সম্প্রতি সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং ডিজাইন করা পোশাকের একটি প্রদর্শনী উদ্বোধন করার সৌভাগ্য হয়েছিল। তাঁর পরিবারের সদস্যদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছে।”
I was privileged to recently inaugurate an exhibition featuring paintings, film posters and costumes done by Soumitra Da. Am touched by the warmth and love of his family (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 19, 2021
উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেক্টিভ এগজিবিশনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন প্রবাদপ্রতীম শিল্পীর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, মেয়ে পৌলমী বসু। বাবার জন্মদিনে নিজের ফেসবুক প্রোফাইলে পৌলমী লেখেন, “আজ এত মন খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি… রাশি রাশি মন খারাপ কোথা থেকে যেন আমায় গ্রাস করেছে… বাপি… তুমি কোথায়… খুব মিস করছি তোমাকে… আজ আর কিছুই ভাল লাগছে না।”
গত বছরের ৬ অক্টোবর করোনায় (Corona Virus) আক্রান্ত হয়ে বেলভিউতে ভরতি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই ফের তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। ১৫ নভেম্বর বেলভিউ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতীম শিল্পী। উল্লেখ্য, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন সৌমিত্রকন্যা পৌলমীও। এর ফলে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে তাঁর। দুর্বলতাও রয়েছে। তবে হাসপাতালে তাঁকে ভরতি করতে হয়নি। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতে থেকেই ওষুধ খাচ্ছেন। মঙ্গলবারই সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত অভিনীত ‘অভিযান’ সিনেমার টিজার পোস্ট করেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.