Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

যিশুকে চায়ের আমন্ত্রণ মমতার, টলিউডের ভারতজয়ের উদযাপন

CCL-এ ভারত চ্যাম্পিয়ন টলিউড, উচ্ছ্বসিত মমতা।

CM Mamata Banerjee invites Jisshu Sengupta for tea party
Published by: Sandipta Bhanja
  • Posted:March 23, 2024 2:30 pm
  • Updated:March 23, 2024 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ বারের ব্যর্থতার পর শেষমেশ জয়ের হাসি হেসেছে ‘বেঙ্গল টাইগার্স’। সেলিব্রিটি ক্রিকেট লিগে ভারতসেরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ফাইনালে কর্ণাটক বুলডোজারকে হারিয়ে জিতেছে বাংলার বাঘেরা। ক্যাপ্টেন যিশু বর্তমানে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। এবার দলের অধিনায়ক যিশু সেনগুপ্তকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামনেই লোকসভা ভোট। চব্বিশে দিল্লির সিংহাসন দখলের লড়াই নিয়ে ব্যস্ত রাজনৈতিক শিবিরগুলো। বাংলাতেও নির্বাচনী প্রচারের জোয়ার। ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। দলনেত্রীও বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন। আর এই শত ব্যস্ততার মাঝেও সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ‘দিদি’র এমন উদ্যোগে আপ্লুত যিশু সেনগুপ্ত।

Advertisement

সেলিব্রিটি ক্রিকেট লিগ জেতার পরই বাংলার তারকাদের নিয়ে মেতেছে দেশের বিনোদুনিয়া। নবান্ন সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মুখ্যমন্ত্রীর ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বসবে চায়ের আসর। ২০১২ সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে ডেবিউ করার পর এই প্রথমবার জয়ের স্বাদ পেল টলিউড। যে টিমে ক্যাপ্টেন যিশুর নেতৃত্বে বাইশ গজে দাপট দেখিয়েছেন, জ্য়ামি বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, বনি সেনগুপ্তরা।

[আরও পড়ুন: ‘টিকিট পেয়েছি’, বলেই রামমন্দিরে পুজো উর্বশীর, বিজেপির হয়েই ভোটে লড়ছেন?]

গত রবিবার রাতে তিরুবনন্তপুরমে টলিউড তারকাই হাসল শেষ হাসি। কিচ্চা সুদীপের নেতৃত্বে কর্নাটক বুলডোজার্সকে হারিয়ে কলকাতার প্রথমবার সিসিএল খেতাব জয়ের মুহূর্তে যিশু আবেগতাড়িত হয়ে পড়েন। আবেগে দুই মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেও ফেলেন। টিমের মালিক বলিউড প্রযোজক বনি কাপুরও ততোধিক উচ্ছ্বসিত সিসিএল-এ প্রথম ট্রফির স্বাদ পেয়ে।

[আরও পড়ুন: রাজের জন্য মাছ বাজারে দরদাম মিঠুন চক্রবর্তীর, ভাইরাল ‘মহাগুরু’র কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement