Advertisement
Advertisement

Breaking News

Uttam Kumar

মুখ্যমন্ত্রীর ‘উত্তম স্মরণ’, ‘মহানায়ক’ সম্মান পেলেন কারা?

মৃত্যুর ৪৪ বছর পরও আজও বাংলা ছবি মানেই উত্তম কুমার।

CM mamata banerjee Annouce Mahanayak Samman
Published by: Akash Misra
  • Posted:July 24, 2024 6:12 pm
  • Updated:July 24, 2024 11:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর ৪৪ বছর পরও আজও বাংলা ছবি মানেই উত্তম কুমার। প্রজন্মের পর প্রজন্ম মহানায়ক বলতে উত্তমকেই জানেন, একমাত্র উত্তমকেই চেনেন। তাই তো ২৪ জুলাই এখনও বাঙালির নস্ট্যালজিয়ায় ধরা পড়ে সেই ভুবন ভোলানো হাসি। সেই ম্যানারিজম। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও সেই একই কথা যেন উঠে এল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার।”

এদিন মুখ্যমন্ত্রী জানান, ২০২৩ সাল পর্যন্ত ২৩ জন অভিনেতা, অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানিয়েছি। ১৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানিয়েছি। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। ২১ জনকে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান বিভাগে পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তী।

Advertisement

রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হবে মহানায়ক সম্মান । গত বছর একই দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ