Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

Salman Khan-কে ‘শিক্ষা’! ‘নিয়ম মানুন’, মুম্বই বিমানবন্দরে প্রবেশের মুখে অভিনেতাকে বাধা জওয়ানের

CISF অফিসারের অফিসারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

CISF official stops Salman Khan outside the Mumbai airport | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 20, 2021 7:49 pm
  • Updated:August 20, 2021 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনরা বলছেন, এতদিনে সলমন পেয়েছেন উচিত শিক্ষা। সব জায়গায় যে তাঁর ‘দাবাং’গিরি চলে না, সেটাই হাতেনাতে প্রমাণ পেয়ে গেলেন সলমন খান (Salman Khan)। মুম্বই বিমানবন্দরে সলমনের এই কীর্তি নিয়ে এখন নেটপাড়ায় তুমুল চর্চা!

কাণ্ড একটু খোলসা করে বলা যাক। ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) সঙ্গে নিয়ে টাইগার ৩- (Tiger 3) এর শুটিংয়ে রাশিয়া পাড়ি দিয়েছেন সলমন খান। তবে রাশিয়া যাওয়ার আগেই মোক্ষম শিক্ষা পেলেন মুম্বই বন্দরে। সেই ভিডিওই এখন নেটপাড়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছে। ঘটনাটি দেখে রীতিমতো থ নেটিজেনরা।

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে সলমন ও ক্যাটরিনার ছবি তুলতে বিমানবন্দরে হাজির হয়েছেন পাপারাৎজিরা। আর তাঁদের ক্যামেরার সামনে সলমন পোজ দিয়েই চলেছেন। ক্যামেরার ক্লিকে এতটাই মশগুল ছিলেন সলমন যে, বিমানবন্দরে গেটে ঢোকার নিরাপত্তা বিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমনই সময় গোটা কাণ্ড দেখে বিরক্তিতে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা CISF অফিসার। সোজা সলমনকে বললেন, আগে নিয়ম মানুন, তারপর এসব হবে।

[আরও পড়ুন: ‘বেঁচে আছি’, Taliban আতঙ্কে দেশ ছাড়লেন জনপ্রিয় আফগান পপ তারকা আরিয়ানা]

‘দাবাং’ খানকে CISF অফিসারের এরকম ‘শাসন’ দেখে নেটিজেনরা অফিসারের প্রশংসায় পঞ্চমুখ। বলিউডের নায়ক বলে যে নিয়মের ঊর্ধ্বে নয়, তা স্পষ্টই বুঝিয়ে দিলেন তিনি। সলমন অনুরাগীরা বলছেন, অফিসার নিশ্চয়ই সলমনের ছবির ফ্যান নয়!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রায় সাড়ে ৩ বছর পর শুটিং ফ্লোরে টাইগার। ‘এক থা টাইগার’ (Ek tha tiger), টাইগার জিন্দা হ্যায়’র (Tiger zinda hai) পর এবার শুরু হতে চলেছে টাইগার থ্রি’র (Tiger 3) শুটিং। বলিউড ব্লকবাস্টার এই ছবিতেও সলমন খান (Salman khan) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) রসায়ন দেখতে পাবেন দর্শক। কিন্তু খলনায়ক কে? টাইগার জিন্দা হ্যায়-তে আবু উসমানের চরিত্রে সজ্জাদ ডেলাফ্রুজ অসাধারণ অভিনেতার পরিচয় দিয়েছিলেন। তাই সলমনের বিপরীতে এমন একজনকে খুঁজছিলেন পরিচালক যাতে ভিলেনের চরিত্রে অন্যরকম মাত্রা দেওয়া যায়। সেই খোঁজ অবশেষে শেষ।

‘টাইগার থ্রি’-তে সলমনের মুখোমুখি এবার ইমরান হাসমি (Emraan Hashmi)। বলিউডের ‘সিরিয়াল কিসার’ তকমা পাওয়া সেই ইমরান হাসমিকেই দীর্ঘ সময়ের পর এবার দেখা যাবে সম্পূর্ণ অন্য অবতারে।

[আরও পড়ুন: হাতে লাঠি, খোলামেলা পোশাক! ছবি পোস্ট করে পুরুষদের সাবধান করলেন Sreelekha Mitra]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement