Advertisement
Advertisement

Breaking News

পোশাক খুলতে বলেছিলেন বিবেক অগ্নিহোত্রী, বিস্ফোরক তনুশ্রী

নানা পাটেকর ইস্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড৷

Chorus of film industry voices has spoken out in support of Tanushree
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2018 8:24 pm
  • Updated:June 14, 2019 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তনুশ্রী দত্ত এবং নানা পাটেকর যৌন হেনস্তার গুঞ্জনে শোরগোল বলিউডে৷ এরই মাঝে সামনে এল আরও একজনের নাম৷ এবার বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগে মুখর তনুশ্রী৷ তাঁর অভিযোগ, ‘চকোলেট’ সিনেমার একটি গানের দৃশ্যে নাচের শুটিং চলাকালীন বিবেক তাঁকে পোশাক খুলে ফেলার কথা বলেছিলেন৷ সেই সময় ওই সেটে ইরফান খান ও সুনীল শেট্টি উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তনুশ্রী৷

[তনুশ্রীর অভিযোগ ওড়ালেন নানা পাটেকর, আইনি নোটিসের ভাবনা]

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং নিয়ে মুখ খুলে দিনকয়েক আগেই প্রচারের আলোয় ফেরেন তনুশ্রী দত্ত৷  তাঁর অভিযোগ, ওই ছবির গানের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনওরকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি। ঘটনাটি এখানেই থামিয়ে দেননি তনুশ্রী। অন্যায়ের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেন। তাঁকে ছবি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। কারণ নানা পাটেকর বড় অভিনেতা ও এই ছবির প্রধান নায়ক ছিলেন। এই অভিযোগ সামনে আসতেই বলি পাড়ায় শুরু হয় জোর গুঞ্জন৷ তনুশ্রীর অভিযোগ নিয়ে শুরু হয় ফিসফিসানি৷ আড়ালে আবডালে আলোচনা চললেও, তাঁর অভিযোগ সামনাসামনি মুখ খুলতে চাননি বিগ বি থেকে আমির, কেউই৷ এদিকে নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার ঘটনায় মুখ খোলেন নানা পাটেকর স্বয়ং৷ তনুশ্রীর অভিযোগ খারিজ করে দেন৷ দাবি করেন, অভিনেত্রী মিথ্যে বলছেন৷ আইনি নোটিস পাঠানোর ভাবনাচিন্তা করছেন বলেও জানান নানা পাটেকর৷ ব্যাস। এরপর আরও জোরাল হয় সমালোচনা৷ কেউ কেউ দাবি করেন, আবারও প্রচারের আলোয় ফিরতেই নাকি এমন অভিযোগ করছেন তনুশ্রী৷ প্রায় দশ বছর পর কেন অভিনেত্রী আবার এই অভিযোগে সরব হলেন, তা নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই৷ জীবনের কঠিন সময় তনুশ্রীর পাশে দাঁড়ালেন বলি সেলেবরা৷ নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন বলেও টুইটে দাবি করেন কেউ কেউ৷

Advertisement

[নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খুলে হুমকির শিকার তনুশ্রী]

এরপরই যদিও সোশ্যাল মিডিয়ায় একে একে তনুশ্রীর পাশে দাঁড়ান টুইঙ্কল খান্না ও প্রিয়াঙ্কা চোপড়া৷ টুইঙ্কল টুইটে লেখেন, ‘‘প্রত্যেকেরই সুস্থ কাজের পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে৷ তনুশ্রী অত্যন্ত সাহসী বলেই দশ বছর পর এমন ঘৃণ্য কাজের কথা প্রকাশ্যে এনেছেন৷’’

[প্রকাশ্যে হানি সিংয়ের ‘উর্বশী’, মাতালেন কিয়ারা ও শাহিদ]

সোনম কাপুরও টুইটে করে বলি সেলেবদের তনুশ্রীর পাশে দাঁড়ানোর আরজি জানিয়েছেন৷ তাঁর মতোই প্রিয়াঙ্কা চোপড়া, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, অনুরাগ কাশ্যপ সকলেই টুইট করে তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন৷ আপাতত যদিও বিবেক অগ্নিহোত্রী নয়, তনুশ্রী ও নানা পাটেকর গুঞ্জনেই মজে রয়েছে গোটা বলিউড৷ কার অভিযোগ সত্যি আর কে-ই বা মিথ্যে বলছেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement