Advertisement
Advertisement

Breaking News

Chhaava Teaser

সাম্রাজ্য বাঁচাতে সিংহের গর্জন! রক্তস্নাত ‘ছাবা’র টিজারে রোমহর্ষক ভিকি কৌশল

স্বরাজ্যের রক্ষক, ধর্মের রক্ষক, ছত্রপতি সম্ভাজির চরিত্রে ভিকিকে দেখে গায়ে কাঁটা দেবে!

Chhaava Teaser: Vicky Kaushal Goes on a Bloodbath as Chhatrapati Sambhaji Maharaj
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2024 12:11 pm
  • Updated:August 19, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রপতি শিবাজি মহারাজ চলে যাওয়ার পর শত্রুরা ভেবেছিল, সেই সাম্রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা সহজ হবে! কিন্তু পিতার সেই তেজ, দুঃসাহসী বলিষ্ঠ চরিত্র যে পুত্র সম্ভাজির মধ্যেও রয়েছে, সেটা আন্দাজও করতে পারেনি বিপক্ষরা। যেমন রাজধর্মের বাহক, তেমনই ধার্মিক তিনি। সাম্রাজ্যের রক্ষক, ধর্মের রক্ষক, ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে (Vicky Kaushal) দেখলে গায়ে কাঁটা দেবে!

শ্রাবণের শেষ সোমবারে হর হর মহাদেব ধ্বনিতে ‘ছাবা’র টিজার (Chhaava Teaser) প্রকাশ্যে নিয়ে এলেন ভিকি। সেখানেই দেখালেও সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাঁকে শত্রুদমন করতে দেখা গেল। এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন, তা যে বড়পর্দায় বিফলে যাবে না, তার ইঙ্গিত মিলল পয়লা ঝলকেই। ‘ছাবা’র টিজার দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল! ভিকি অনুরাগীরা বলছেন, “গায়ে কাঁটা দিচ্ছে।” ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ। ভূমি পেড়নেকর, হুমা কুরেশি, অহানা কুমরা-সহ ইন্ডাস্ট্রির আরও সতীর্থরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Advertisement

‘ছাবা’ ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। অন্যদিকে সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। সোমবার টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন নির্মাতারা। চলতি বছর ৬ ডিসেম্বর মুক্তি পাবে ভিকি কৌশলের ‘ছাবা’।

[আরও পড়ুন: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও, আর কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই’, RG Kar কাণ্ডে গর্জে উঠলেন নীনা গুপ্তা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

এই সিনেমা পরও একাধিক কাজ রয়েছে ভিকির হাতে। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, আদিত্য ধরের ‘ইম্মরটাল অশ্বত্থামা’র মতো বিগ বাজেট প্রজেক্ট তাঁর ঝুলিতে। তাই ২০২৫ সাল পর্যন্ত টাইট শিডিউল ভিকি কৌশলের।

[আরও পড়ুন: ‘খোকা নিখোঁজ!’, RG Kar কাণ্ডে ‘মৌন’ অনির্বাণকে কটাক্ষ টলিউড প্রযোজকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement