সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছাবা’। যে সিনেমা কিনা মুক্তির পর থেকেই নানা কারণে চর্চার শিরোনামে। খুব কম দিনেই ৫০০ কোটির গণ্ডি টপকে বক্স অফিসে ঝড় তো তুলেই দিয়েছে, পাশাপাশি মারাঠা আবেগে শান দিয়ে দর্শকদের মনস্তত্ত্বেও ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে এই ছবি। এই সিনেমার দৌলতেই মোঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবি নিয়ে বর্তমানে উত্তাল মহারাষ্ট্র। বিতর্কের মাঝেই এবার সেই সিনেমার পার্লামেন্ট যাত্রা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ২৭ মার্চ, আগামী বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি। জানা গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ মন্ত্রীসভার সদস্যদের ‘ছাবা’ দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। সেদিন সংসদে উপস্থিত থাকবেন পর্দার ‘সম্ভাজি’ ভিকি কৌশল এবং পরিচালক লক্ষ্মণ উতরেকর-সহ সিনেমার বাকি কাস্টিংরাও। স্বাভাবিকভাবেই ভিকি কৌশলের জন্য যে এটা বড় প্রাপ্তি, তা বলাই বাহুল্য।
গত ফেব্রুয়ারি মাসেই ‘ছাবা’ টিমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। মারাঠা আবেগে শাণ দিয়ে ভিকি কৌশলের ‘পিঠ চাপড়ে’ প্রধানমন্ত্রী বলেছিলেন, “গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। আর আজকাল তো ‘ছাবা’ নিয়ে গোটা দেশে চর্চা। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।” দেশের দুই রাজ্য, মধ্যপ্রদেশ ও গোয়াতেও করমুক্ত করা হয়েছে ভিকি কৌশলের ছবিকে।
প্রসঙ্গত, ‘ছাবা’র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল (Vicky Kaushal)। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। গত ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব জিতে নিয়েছে ‘ছাবা’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.