Advertisement
Advertisement

Breaking News

Chhaava

বিজয়রথ ছোটাচ্ছে ‘ছাবা’! ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ভিকি কৌশলের ব্লকবাস্টার

তিন সপ্তাহ পেরিয়েও দর্শককে হলমুখী করে রেখেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের এই বায়োপিক।

Chhaava becomes first 2025 film to earn 500 crores
Published by: Biswadip Dey
  • Posted:March 9, 2025 4:09 pm
  • Updated:March 9, 2025 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে বিজয়রথ ছোটানো অব্যাহত ‘ছাবা’র। এবার ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ভিকি কৌশল অভিনীত ছবিটি। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে তৈরি ছবিটি শুরু থেকেই আলোড়ন ফেলে দিয়েছে। ২৩তম দিনে এসে নতুন করে যেন গতি পেল সেই সাফল্য।

Advertisement

২৩তম দিনে ছবিটির উপার্জন ১৬.৫ কোটি টাকা। আর তাতেই ছবিটি পেরিয়ে গেল ৫০০ কোটির ঘর। সব মিলিয়ে এখনও পর্যন্ত ‘ছাবা’ রোজগার করেছে ৫০৮.৮ কোটি টাকা। এর মধ্যে প্রথম সপ্তাহেই ছবিটি রোজগার করেছিল ২১৯.২৫ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে তা ছিল ১৮০.২৫ কোটি টাকা। তৃতীয় সপ্তাহে তা কমে হয় ৮৪.০৫ কোটি টাকা। সব মিলিয়ে ছবিটি ঘিরে দর্শক-আনুকুল্য কমার নাম নেই।

প্রসঙ্গত, ভিকি কৌশল তাঁর ফিল্মি কেরিয়ারে বহু ‘মণি-রত্ন’ উপহার দিলেও এই ছবিটি হতে চলেছে তাঁর জীবনের অন্যতম মাইলফলক। ‘ছাবা’র শুটিং শুরুর আগে থেকেই প্রবল পরিশ্রম করেছেন ভিকি কৌশল। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব জিতে নিয়েছে ‘ছাবা’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub