সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত ‘ছাবা’ সিনেমার (Chhaava) প্রচারে ব্যস্ত ভিকি কৌশল (Vicky Kaushal)। ‘সম্ভাজি’র গল্প পর্দায় তুলে ধরার আগে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অভিনেতা। আজ গুজরাত, কাল কলকাতা তো পরশু পাটনা। আর অভিনেতাকে দেখে ততোধিক উন্মাদনা অনুরাগীদের মধ্যে। কারণ ইতিমধ্যেই, ছাবার ট্রেলারে ‘সম্ভাজি’ অবতারে গায়ে কাঁটা ধরিয়ে দিয়েছেন তিনি। কলকাতায় প্রচার সেরে শনিবারই পাটনায় পা রাখেন ভিকি কৌশল। আর সেখানে গিয়েই অভিনেতা যেন আদ্যোপান্ত ‘বিহার কে লালা’! ফুটপাতে লিট্টি-চোখা চেখে দেখার পাশাপাশি গরগরিয়ে ভোজপুরি ভাষাও বলে ফেললেন।
বিহারে যাবেন, আর সেখানকার জনপ্রিয় পদ লিট্টি-চোখা খাবেন না, তাও কি হয়? ভিকিও সেই হাতছানি ফেরাতে পারেননি। ঠিক যেমন কলকাতায় পা রেখেই গুড়ের সন্দেশ-রসগোল্লায় মন ডুবিয়েছিলেন, তেমনই এবার পাটনায় গিয়ে সেখানকার ফুটপাতের দোকান থেকে লিট্টি আর চোখা খেয়ে একেবারে প্রেমে পড়ে গেলেন অভিনেতা। আর সেই ফাঁকে বলিউড তারকাকে দেখতে দোকানের সামনে ভিড় একেবারে উপচে পড়ে। তবে হাতের প্লেটে রাখা খাবারের দিক থেকে কিন্তু নজর সরেনি ভিকি কৌশলের! সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল লিট্টি-চোখায় উদরপূর্তি করে ঝরঝরে ভোজপুরি ভাষাতেই প্রেম জাহির করলেন তিনি। ভিকিকে যখন দোকানি জিজ্ঞেস করেন, কেমন লাগল খেয়ে? প্রত্যুত্তরে ভোজপুরি স্টাইলে অভিনেতার জানান, “বহত বড়িয়া হ্যায়…।” অর্থাৎ ‘দারুণ খেতে’। ক্যাপশনও লেখা বিহারি ভাষায়। ভিকি কৌশলের কথায়, “পাটনা এসে লিট্টি চোখা মিস করা যায় নাকি আবার? উফফ উড়ে গেলাম খেয়ে!”
সেই ভিডিও দেখে আবার অভিনেতাকে একদল অনুরাগীর পরামর্শ, “একবার এখানকার চম্পারণ মাটন খেয়ে দেখুন, জীবনে স্বাদ ভুলবেন না।” বিহারের কোথায় পাওয়া যাবে সেরা এই পদ? সেই ঠিকানাও তাঁরা জানিয়ে দিয়েছেন অভিনেতাকে। কলকাতা, পাটনার পর ভায়া মুম্বই হয়ে অমৃতসর, দিল্লি, পুণে বিভিন্ন শহরে ‘ছাবা’ সিনেমার প্রচার করবেন ভিকি কৌশল। তার জন্যে রবিবার সাত সকালেই মুম্বইতে পৌঁছে গিয়েছেন অভিনেতা। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ছাবা’।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.