Advertisement
Advertisement

Breaking News

চেতন ভগত

‘বিধু বিনোদ চোপড়া আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন’, বিস্ফোরক চেতন ভগত

কোন প্রসঙ্গে খ্যাতনামা লেখক বলিউড প্রযোজককে নিয়ে একথা বললেন?

Chetan Bhagat claims he was driven to suicide by Vidhu Vinod Chopra
Published by: Sandipta Bhanja
  • Posted:July 22, 2020 9:45 am
  • Updated:July 22, 2020 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জনসমক্ষে আমাকে হেনস্তা করা হয়েছিল। প্রযোজক বিধু বিনোদ চোপড়া আমার এমন অবস্থা করেছিলেন যে আমাকে প্রায় আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন”, বিস্ফোরক মন্তব্য খ্যাতনামা লেখক চেতন ভগতের (Chetan Bhagat)। বলিউডের একাধিক ছবির নেপথ্যে চেতনের মস্তিষ্কপ্রসূত গল্প। কিন্তু ক্রেডিটে বেলায় অন্য কারও নাম! এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন লেখক।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রির স্বজনপোষণ কিংবা প্রতিপত্তিশালীদের প্রভাব খাটানো, হুমকি দেওয়ার মতো একাধিক বিতর্ক জন্ম নিয়েছে। ঝুলি থেকে বিড়াল বেরনোর মতো একের পর এক বিতর্ক প্রকাশ্যে আসছে! এবার তার সূত্র ধরেই বিতর্কের আরও এক দিক দেখালেন লেখক চেতন ভগত। চেতনের লেখা গল্প থেকেই সুশান্তের প্রথম হিন্দি ছবি ‘কাই পো চে’, আমির খানের ‘থ্রি ইডিয়টস’, অর্জুন কাপুরের ‘টু স্টেটস’-এর মতো সিনেমা তৈরি হয়েছে। তবে তাঁর প্রতি সৌজন্যতা স্বীকার তো করা হয়ইনি, বরং তাঁকে নাকি অপমানিত হতে হয়েছিল খ্যতনামা বলিউড প্রযোজক বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) কাছে। সম্প্রতি একটি টুইটে এমন বিস্ফোরক দাবিই করেছেন লেখক চেতন।

Advertisement

ঠিক কী হয়েছে? আমির খান, আর মাধবন ও শরমন যোশি অভিনীত ‘থ্রি ইডিয়টস’-এর মুক্তির সময় তাঁকে কৃতিত্ব দেওয়া নিয়ে একাধিক সমস্যার সৃষ্টি করেছিলেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। সিনেমা মুক্তি পাওয়ার পর ‘সেরা গল্পের’ জন্য বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পান বিধু বিনোদ চোপড়া। শুধু তাই নয়, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, হেনস্থার জেরে প্রায় আত্মহত্যা করার মতো অবস্থা হয়েছিল চেতনের! প্রসঙ্গত, চেতনের ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর অবলম্বনেই ‘থ্রি ইডিয়টস’-এর সিনেম্যাটিক কাহিনি লেখা হয়েছিল। এবং উল্লেখ্য, চেতনের লেখনী অবলম্বনে তৈরি এটিই প্রথম বলিউড ছবি।

[আরও পড়ুন: নেটদুনিয়ায় ক্রমাগত হুমকি-আক্রমণ, ট্রোলারদের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেবেন করণ!]

সম্প্রতি চেতন সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র (Dil Bechara) কথা উল্লেখ করে একটি টুইট করেছিলেন। ঝামেলার সূত্রপাত সেখান থেকেই। টুইটে সাফ লিখেছিলেন, “সুশান্তের শেষ ছবি চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে। আমি তথাকথিত জনপ্রিয় ক্রিটিকদের বলতে চাই, কোনও নোংরা ট্রিক করবেন না। উলটোপালটা লিখবেন না। বেশি স্মার্ট হওয়ার দরকার নেই। অনেক জীবন আপনারা নষ্ট করেছেন। এবার থামুন! আমরা সিনেমাটি দেখবই।”

চেতনের এই টুইট চোখে পড়ার পরই বিধু বিনোদ চোপড়ার স্ত্রী তথা খ্যাতনামা সিনে সমালোচক, সঞ্চালিকা অনুপমা চোপড়া ময়দানে নেমে পড়েন। চেতনের উদ্দেশে লেখেন, “যতবার আপনি এসব নিয়ে ভাববেন, আলোচনার স্তরটা আরও নেমে যাবে!” অনুপমাকে পালটা দিতেও ছাড়লেন না চেতন! কোনওরকম রেয়াত না করেই বিধু বিনোদ চোপড়ার প্রসঙ্গ উত্থাপন করে লিখলেন, “যখন আপনার স্বামী জনসমক্ষে আমাকে অপমান করতেন, নির্লজ্জের মতো সবকটা পুরস্কার নিয়ে নিতেন, আমার গল্পের জন্য আমাকে এতটুকু কৃতিত্ব না দিয়ে আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছিলেন আর আপনি সেসব মুখবুজে দেখতেন, তখন কোথায় ছিলেন আপনি?” চেতনের হাত ধরেই ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তির সময়কার বিতর্ক আবারও উঠে এল।

[আরও পড়ুন: কাটেনি আশঙ্কা! দ্বিতীয় পরীক্ষাতেও কোয়েল ও নিসপালের কোভিড রিপোর্ট পজিটিভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement