Advertisement
Advertisement

Breaking News

Cheeni Trailer

দুষ্টু-মিষ্টি বাঙালি মা ও তাঁকে শাসন করা মেয়ের কাহিনি বলবে ‘চিনি’, প্রকাশ্যে ট্রেলার

আপনার মা কি এমন কাণ্ড ঘটায়? দেখুন ভিডিও।

Cheeni Trailer: Aparajita Adhya, Madhumita Sarkar starrer Bengali film shows different tale of mother-daughter relationship | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 12, 2020 1:17 pm
  • Updated:August 9, 2021 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মেয়েরা নাকি বাবার বেশি কাছের হয়। তাহলে মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক কেমন?  ঠিক যেন ‘চিনি’র কাঠিন্য আর জলের স্রোতের মতো। মিশে যাওয়ার আগে ঘূর্ণিপাক লাগবে। কিন্তু মিশে গেলে আর আলাদা করা যাবে না। ‘জেনারেশন আমি’র কথা বলতে ভালবাসেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। মাঝে ‘বর্ণপরিচয়’, ‘গোয়েন্দা জুনিয়র’-এর মাধ্যমে রহস্যের সন্ধান করেছিলেন। তবে এবারে চেনা ময়দানে ফিরেছেন। টাইগার শ্রফের সিক্স প্যাকে মুগ্ধ, ডিস্কোয় উদ্দাম নাচা বাঙালি মা এবং মা’কে শাসন করা মেয়ের কাহিনি তুলে ধরেছেন তিনি। তবে বাহ্যিক হাস্যরসের মোড়কে লুকিয়ে রয়েছে ভিন্ন কাহিনি। শনিবারই প্রকাশ্যে এল  অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার অভিনীত ‘চিনি’র (Cheeni) ট্রেলার।

Advertisement

[আরও পড়ুন: ‘এ দেশে প্রতিবাদ করলেই আপনি দেশদ্রোহী’, নাম না করে মোদি সরকারকে তোপ অপর্ণা সেনের]

বাঙালি মা মানে এখনও অনেকের কাছে পুজোর ফুল মাথায় ঠেকানো, মুখের কাছে খাবার তুলে দেওয়া,  বাইরে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে দই-চিনি খাইয়ে দেওয়া মূর্তি। কিন্তু অধিকাংশ সময় সন্তানেরা ভুলে যায় বা যান, এই মূর্তিও রক্তমাংসে গড়া একটা মানুষ। তাঁরও ইচ্ছে-অনিচ্ছে, ভয়, রাগ, দুঃখ-সুখের মতো আবেগ রয়েছে। সেই কাহিনিই যেন নিজের নতুন ছবিতে তুলে ধরেছেন মৈনাক। পাশাপাশি দেখিয়েছেন ঘরোয়া হিংসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। মৈনাকের ছবির এই দুষ্টু-মিষ্টি মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ছাড়া আর কারও কথা যেন ভাবাই যেত না। অপরাজিতার অনস্ক্রিন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার (Madhumita Sarkar)। দুই নারীর মাঝের পুরুষ তথা মধুমিতার অনস্ক্রিন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস (Saurav Das)। মা ও মেয়ের সম্পর্কের গভীরতাকে নিজের ‘উনিশে এপ্রিল’ (Unishe April) সিনেমায় দেখিয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। সেই অনুপ্রেরণা থেকেই এই ছবি তৈরি করেছেন মৈনাক। বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আরিয়ান ভৌমিক অভিনীত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটির। তার বদলে ‘চিনি’কেই বছরশেষের রিলিজ হিসেবে বেছে নিয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)।

[আরও পড়ুন: কুয়াশায় ঢেকেছে কলকাতা, এই আবহাওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রেমিক খুঁজছেন শ্রীলেখা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement