Advertisement
Advertisement

Breaking News

Satyajit Ray Award

ভোটের আগেই বড় ঘোষণা, দাদাসাহেব ফালকের ধাঁচে ‘সত‌্যজিৎ রায় পুরস্কার’ কেন্দ্রের

ঘোষণা কেন্দ্রীয় তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাওড়েকরের।

Centre announces ‘Satyajit Ray Award’ ahead of West Bengal assembly polls | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 23, 2021 9:52 am
  • Updated:February 23, 2021 9:52 am  

স্টাফ রিপোর্টার: ভারতীয় চলচ্চিত্রে সেরা সম্মান দাদাসাহেব ফালকে-র ধাঁচে সত‌্যজিৎ রায়ের (Satyajit Ray) নামেও জাতীয় ক্ষেত্রে বার্ষিক পুরস্কার চালু করছে কেন্দ্রীয় সরকার। সোমবার কলকাতায় ন‌্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NFDC) অনুষ্ঠানের পর কলাকুশলীদের সঙ্গে বৈঠকে এমন ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাওড়েকর (Prakash Javadekar)। এভাবেই কিংবদন্তি বিশ্ববন্দিত বাঙালি চিত্রপরিচালককে সম্মান জানাল কেন্দ্র। তবে ভোটের আগে এমন সিদ্ধান্ত ঘোষণা বাঙালি আবেগকে উসকে দিতেই কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এনএফডিসির অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেখা গিয়েছে টলিপাড়ার প্রথম সারির শিল্পী-কলাকুশলীদের। ভোট-আবহে তৈরি হল রাজনীতির জল্পনাও।

সোমবার এনএফডিসি—র অনুষ্ঠানে কার্যত গোটা টলিউডকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধে থেকেই দেখা যায় রীতিমতো চাঁদের হাট। ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ‌্যায়, পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীতশিল্পী রাশিদ খান, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা মমতা শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানে, পরিচালক অনীক দত্ত, অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ‌্যায়, নন্দিতা রায়ের মতো তারকারা। এছাড়াও যে সমস্ত তারকা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের অনেককেই দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: এবার বাম জোটের ব্রিগেডে শ্রীলেখা? সিপিএমের ‘টুম্পা সোনা’ গান শেয়ার অভিনেত্রীর]

তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিশির বাজোরিয়া, সব‌্যসাচী দত্ত, শঙ্কুদেব পণ্ডাও ছিলেন। অরিন্দম শীল জানান, কীভাবে ইন্ডাস্ট্রির ভাল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি রুদ্রনীল ঘোষ, যশ, হিরণ-সহ একাধিক কলাকুশলী যোগ দিয়েছেন বিজেপিতে। হিরণের বক্তব্য, নন্দনের মতো প্রেক্ষাগৃহ জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার কথা হয়েছে। টলি তারকাদের এদিনের উপস্থিতি নিয়ে অবশ্য বাবুল সুপ্রিয় দাবি করেছেন, “রাজনীতির যোগ নেই। এটা সরকারি অনুষ্ঠান। আগামী দিনে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে কী কী প্রয়োজন, সে সব নিয়েই বৈঠকে আলোচনা হবে।”

[আরও পড়ুন: বিদেশে পাড়ি ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’র, নির্বাচিত নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement