Advertisement
Advertisement

Breaking News

BJP Bengal celeb candidate

ভোটে হারের জের! শ্রাবন্তী-সহ বিজেপির তারকা প্রার্থীদের নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্র

রুদ্রনীল ঘোষের নিরাপত্তা অবশ্য এখনও রয়েছে।

Central security has been lifted for Bengal BJP candidates including actress Srabanti Chatterjee | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 30, 2021 2:02 pm
  • Updated:May 30, 2021 2:06 pm  

স্টাফ রিপোর্টার: বিজেপির (BJP) পরাজিত তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল। বাকি কয়েকজনের নিরাপত্তা জুন মাস থেকে তুলে নেওয়া হবে। ইতিমধ্যেই যেসব সেলিব্রিটি প্রার্থীদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পায়েল সরকার (Payel Sarkar), তনুশ্রী চক্রবর্তী ও পাপিয়া অধিকারী। এঁরা প্রত্যেকেই এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেলিব্রিটিদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ফের নিরাপত্তা নিতে তাঁরা কেউই চাননি। নিজেরাই ছেড়ে দিয়েছেন।

পাপিয়া অধিকারী ও রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। পাপিয়া অধিকারী জানান, “ভোটের আগে নিরাপত্তা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে বলে নির্দেশিকা আসে। যদি নিরাপত্তা রাখতে চাই তার জন্য আবেদন করতে বলা হয়েছিল। আমি আর আবেদন করিনি।”

Advertisement

[আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ারে এই দুটি কাজ করা হয়নি! আজও আক্ষেপ করছেন শচীন]

বিজেপি সূত্রে খবর, সেলিব্রিটিদের ১০ মে পর্যন্ত নিরাপত্তার মেয়াদ ছিল। তা শেষ হয়ে যাওয়ায় অনেকেই নিরাপত্তা ছেড়ে দিযেছেন। যদি কেউ নির্দিষ্ট কারণ দেখিয়ে নিরাপত্তা রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেন তাহলে তাদের বিষয়টি ভেবে দেখা হবে। এমনই খবর দলীয় সূত্রে। সেলিব্রিটি প্রার্থী রুদ্রনীল ঘোষের অবশ্য এখনও নিরাপত্তা রয়েছে। রুদ্রনীলের বক্তব্য, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ড্যান্ট জিজ্ঞেস করেছেন যে যদি নিরাপত্তা বহাল রাখতে চান তাহলে চিঠি লিখে জানাতে হবে। রুদ্রনীলের কথায়, ‘‘আমি নিজে নিরাপত্তা চাইনি। নিজে রাখার কথাও বলব না। উপর মহল যা ঠিক করার করবে।’’

সূত্রের খবর, কারও কারও ক্ষেত্রে জুন মাস থেকে আর নিরাপত্তা থাকবে না। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর বক্তব্য, ‘‘তারকা প্রার্থী ছাড়াও কিছু মানুষকে ভোট পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। ভোট শেষ, তাই যারা নিরাপত্তা দিয়েছিল তারা হয়তো কৌশলগত কারণে নিরাপত্তা তুলে নিয়েছে। যাঁদের প্রয়োজন আছে তাঁদের নিরাপত্তা আছে এখনও। যাঁদের প্রয়োজন নেই বলে মনে করা হয়েছে তাঁদের তুলে নেওয়া হয়েছে।’’

[আরও পড়ুন: ভাল নেই মিমি চক্রবর্তী! ভিডিও পোস্ট করে কোন যন্ত্রণার কথা বললেন অভিনেত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement