Advertisement
Advertisement

Breaking News

Celebrity breakups of 2024

সম্পর্কে ভাঙন, ঘেঁটে দাম্পত্য, ২০২৪-এ সেলেব দুনিয়ায় রিলেশনশিপ ক্রাইসিস

ফিরে দেখা যাক, ২০২৪ সালের রিলেশনশিপ ক্রাইসিসের গপ্পো।

Celebrity breakups of 2024: All the couples who split this year
Published by: Akash Misra
  • Posted:December 23, 2024 7:30 pm
  • Updated:December 23, 2024 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরভর খবরের দুনিয়ায় একদিকে যেমন ছাদনাতলায় নতুন সম্পর্কের শুরুর ঘনঘটা ছিল। অন্যদিকে, একের পর এক সেলেবের সম্পর্ক ভাঙনের খবরেও চমকে উঠেছিল অনুরাগীরা। কেউ একেবারেই ডিভোর্সের পথ বেছে নিলেন, তো কারও সম্পর্ক গিয়ে ঠেকল তলানিতে। আসুন ফিরে দেখা যাক, ২০২৪ সালের রিলেশনশিপ ক্রাইসিসের গপ্পো।

এ আর রহমান ও সায়রা বানু

Advertisement

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। তাঁদের রয়েছে খাতিজা, রহমান ও আমিন, তিন সন্তান। এই দিন সম্পর্কে থাকার পরেও নভেম্বর মাসের ২০ তারিখ সায়রা বানুরে সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন এ আর রহমান। আর ঠিক এই খবরের লেজুর ধরেই ছড়িয়ে পড়ে রহমান নাকি তাঁর সহশিল্পী বঙ্গললনা মোহিনী দের সঙ্গে পরকিয়ায় লিপ্ত!

AR Rahman Divorce: Singer and his wife Saira Banu confirmed their split After 29 Years of Marriage

হার্দিক ও নাতাশা

 সম্পর্কের বয়স ৪ বছর। রয়েছে সন্তানও। কিন্তু আচমকাই বিচ্ছেদের ঘোষণা! চলতি বছরের জুলাই মাসে হঠাৎই হার্দিক ও নাতাশা ঘোষণা করে দিলেন তাঁরা আর একসঙ্গে থাকছেন না! দুজনেই সোশাল মিডিয়ায় লিখলেন, ”চার বছর একসঙ্গে থাকার পর, নাতাশা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য আমরা সেরা প্রয়াস করেছিলাম, নিজেদের সর্বস্ব দিয়েছিলাম এবং আমরা দুইজনেই মনে করি যে এই সিদ্ধান্ত উভয়ের জন্যই ভাল। দুইজনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। বিশেষ করে যে আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ উপভোগ করেছি। একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। একটা পরিবার হয়ে উঠেছিলাম।” এরপরই নাতাশা দেশ ছেড়ে উড়ে যান সার্বিয়া। ছেলেকে নিয়েই রয়েছে দিব্যি। এদিকে শোনা যাচ্ছে, হার্দিক নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন। পরকিয়ার কারণেই হার্দিককে ছেড়েছেন কিনা নাতাশা তা অবশ্য স্পষ্ট নয়।

Hardik Pandya-Natasa Stankovic Divorce News: Hardik Pandya and Natasa  Stankovic's separation rumour: Is it true? | - Times of India

 

ঋষি কৌশিক-দেবযানী

প্রথমে ফেসবুকে ইঙ্গিতবাহী পোস্ট। তারপর সোজা ফেসবুক লাইভ। ঋষি কৌশিক যে স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁর স্ত্রী দেবযানীর সঙ্গে বিচ্ছেদ নিচ্ছেন। তবে ফেসবুক লাইভে এসে, ধোঁয়াশা ঘেরা কথায়, তিক্ত সম্পর্ককে সামনে নিয়ে আসছেন ঋষি। “আমি সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কিন্তু আজ একটা গল্প বলার জন্যই এলাম।” নাম উহ্য রেখেই এক দম্পতির পথচলার গল্প শেয়ার করলেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বললেন, তার সারমর্ম করলে দাঁড়ায়, “বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি।” লাইভে এসে ঋষির এমন কথায় রটে যায় তাঁর বিবাহবিচ্ছেদের কথা। তবে রটলেও, ঋষি বা দেবযানী তাঁদের তিক্ত সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছুই জানাতে নারাজ।

Amid divorce rumor Rishi Kaushik shares cryptic post

সানিয়া-শোয়েব

বছরের শুরুতেই সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিচ্ছেদ ঘোষণা করেন। বহুদিন ধরে চলা গুঞ্জনেই যেন সিলমোহর পড়ে। সম্পর্কের ভিত নড়ে গিয়েছিল আগেই। তাই বিচ্ছেদ। এমনকী, বিচ্ছেদের পর পরই তৃতীয় বিয়ে করে নেন শোয়েব মালিক। সানিয়ার বাবা জানিয়েছিলেন, শরিয়ত আইন অনুযায়ী শোয়েবকে ‘খুলা’ দিয়েছেন ভারতের টেনিস তারকা। ‘খুলা’ অনুযায়ী মুসলিম স্ত্রী একপেশেভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে দিতে পারেন। এদিকে শোয়েবের বোন জানিয়েছেন, এই বিচ্ছেদের জন্য দায়ী তাঁর দাদাই। কারণ সানিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তিনি। সানিয়া-শোয়েবের রূপকথার বিয়ে হয়েছিল। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে শোয়েব ও সানিয়ার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের বরফ তখনও গলেনি। এরকমই এক পরিস্থিতিতে দুই দেশের দুই ক্রীড়াব্যক্তিত্বের প্রেম জমে উঠেছিল। ২০১০ সালে শোয়েব ও সানিয়ার প্রেম পরিণতি পায়। বিয়ে করেন তাঁরা। কিন্তু পরিণতি মধুর হল না।

Sania Mirza and Shoaib Malik reunite on son's birthday, see pics

ধনুশ- ঐশ্বর্য

২০২২ সালে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত। তাতেই তোলপাড় হয়েছিল দাক্ষিণাত্যের গ্ল্যামার দুনিয়া। ১৮ বছরের দাম্পত্যের পর আলাদা থাকার কথা জানিয়েছিলেন ধনুষ-ঐশ্বর্য। অনুরাগীদের পাশাপাশি অভিনেতার বাবারও আশা ছিল, এই সম্পর্ক হয়তো জোড়া লাগবে। কিন্তু সেই আশা পূরণ হল না। অবশেষে ডিভোর্স। ২০০৪ সালে ঐশ্বর্যাকে বিয়ে করেন ধনুষ। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০। এখন ধনুষের বয়স ৩৮। অভিনেতা হিসেবে সারা দেশে সুনাম রয়েছে ধনুষের। ২০১২ সালে ঐশ্বর্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবি ‘৩’-এর নায়ক ছিলেন ধনুষ। সেই সিনেমার গান ‘কোলাভরি ডি’ তুমুল জনপ্রিয় হয়েছিল। ঐশ্বর্য-ধনুষের দুই পুত্র সন্তানও রয়েছে। একজনের নাম যাত্রা রাজা, অন্যজন লিঙ্গ রাজা।

Dhanush-Aishwarya's son Yatra fined for violating traffic rules

অভিষেক-ঐশ্বর্য 

দক্ষিণী ঐশ্বর্য, ধনুশের থেকে আলাদা হলেন। কিন্তু বলিউডের ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে গুঞ্জন পাড়ায় রোজ টানাটানি। অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য়ে এতটাই অশান্তি যে, শীঘ্রই নাকি তাঁদের ডিভোর্স হবে। এমনকী, রটে যায় ঐশ্বর্য নাকি বচ্চন পরিবার থেকে আলাদাই রয়েছেন। তবে এই নিয়ে ঐশ্বর্য বা অভিষেক মুখ না খুললেও, গোটা বলিউডে রটেছে তাঁদের বিচ্ছেদের গল্প। কিন্তু হঠাৎই গুঞ্জনে টুইস্ট। সম্প্রতি মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে ঐশ্বর্য ও অভিষেককে। একসঙ্গে বসেই তাঁরা মেয়ের পারফরম্যান্স দেখেছেন।

Amid divorce rumor Aishwarya, Abhishek Bachchan unite for Aaradhya

যিশু-নীলাঞ্জনা

বলিউডে যদি অভিষেক-ঐশ্বর্য হয়, তাহলে টলিউডে যিশু-নীলাঞ্জনা। রটেছে, ঠিক ঐশ্বর্য-অভিষেকের মতোই তাঁদের সংসারেও নাকি তুমুল অশান্তি। রটেছে, যিশু নাকি পরকিয়ায় মত্ত। আর সেই কারণেই সংসারে ভাঙন। তবে সোশাল মিডিয়ায় যিশুর স্ত্রী নীলাঞ্জনা নানা ইঙ্গিতবাহী পোস্ট দিলেও, মুখে এঁটেছেন কুলুপ। আর যিশু তো স্পিক টি নট। কিন্তু নিন্দুকরা বলছেন, যা রটেছে তার কিছু তো বটে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement