Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

‘গাড়ি থামিয়ে অচেনা ব্যক্তিদের তল্লাশি’, জ্বলন্ত বাংলাদেশে হেনস্তার মুখে মিথিলা! কী বলছেন?

বাংলাদেশে অনভিপ্রেত ঘটনার কথা মিথিলার মুখে।

'Car stops and search of unknown persons', Rafiath Rashid Mithila meets unwanted incident in Bangladesh
Published by: Sandipta Bhanja
  • Posted:August 5, 2024 7:24 pm
  • Updated:August 5, 2024 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে আইরাকে নিয়ে এইমুহূর্তে বাংলাদেশেই রয়েছেন সৃজিতপত্নী রফিয়াৎ রশিদ মিথিলা। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই অভিনেত্রীর আশঙ্কা, আন্দোলনের মুখ ঘুরে গিয়েছে! মিথিলার মন্তব্য, “এমন পরিবর্তনের জন্য তো ছাত্ররা আন্দোলন করার জন্য পথে নামেনি।” উত্তাল বাংলাদেশেই অনভিপ্রেত ঘটনাপর মুখোমুখি অভিনেত্রী।

ঠিক কী ঘটেছে? মিথিলা জানালেন, “আমি বাড়ি ফেরার পথে রাস্তার অচেনা-অজানা ব্যক্তিরা ২ বার আমার গাড়ি থামিয়ে তল্লাশি করতে চায়। আমাকে ট্রাঙ্ক খুলতে বলা হয়। তৃতীয়বার যখন এমন ঘটনা ঘটল, আমি ওদের জিজ্ঞেস করলাম, বারবার কেন এমন তল্লাশি করার কথা বলা হচ্ছে? ওরা হুঙ্কার দিয়ে জবাবে জানাল, গাড়িতে কোনও আওয়ামি লিগের কেউ আছে কিনা? দেখছি। এই বিষয়টায় আমি খুব উদ্বিগ্ন হলাম। আমারা দেশে নৈরাজ্য চাই না। আমরা লুঠতরাজ, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এই জন্যে প্রতিবাদে নামেনি। আমরা সুরক্ষা এবং শান্তি চাই।”

Advertisement

[আরও পড়ুন: জ্বলন্ত বাংলাদেশে কেমন আছেন? জানালেন চঞ্চল চৌধুরী, লড়াকু প্রজন্মকে কুর্নিশ তিশা-তাসনিয়ার]

পরের একটি পোস্টে অভিনেত্রী তথা সমাজকর্মী লিখেছেন, “এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। কারন এসব আমাদের। এসব আমাদের প্রাণের বাংলাদেশের। সকল ধর্মীয় উপাসনালয়, রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এত দিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযজ্ঞ, সহিংসতা চাই না।”

[আরও পড়ুন: সেনার দখলে বাংলাদেশ, ‘কঠিন সময় সেরে গিয়ে শান্তি ফিরুক’, প্রার্থনায় জিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement