Advertisement
Advertisement

Breaking News

Saif Ali Khan Ibrahim Ali Khan

রক্তাক্ত সইফকে অটোয় নিয়ে হাসপাতালে ছোটেন ছেলে ইব্রাহিম, গাড়িও জুটল না নবাবের! কেন?

কেন জুটল না অ্যাম্বুল্যান্স বা বাড়ির গাড়ি?

Car Not Ready, Saif Ali Khan's Son Ibrahim Took Bleeding Father To Hospital In Auto
Published by: Sandipta Bhanja
  • Posted:January 16, 2025 1:01 pm
  • Updated:January 16, 2025 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয়-ছয়বার ছুরিকাঘাতের পর রক্তবন্যা বইছিল বাড়িতে। বাবা সইফ আলি খানকে (Saif Ali Khan) এমন পরিস্থিতিতে দেখে এক মিনিটও সময় নষ্ট করতে চাননি ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সেই চূড়ান্ত মুহূর্তে বাড়ির কোনও গাড়িও প্রস্তুত ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তা থেকে অটো ডেকে নিয়ে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন তেইশ বছর বয়সি ইব্রাহিম।

সইফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন, সেটা অনেকেরই জানা। তাঁর কালেকশনে যেসমস্ত গাড়ির মডেল রয়েছে, সেটা বলিউডের অনেক তারকাদের ধরাছোঁয়ার বাইরে। ভোপালের নবাব বলে কথা! সইফের বান্দ্রার বাসভবনে রেঞ্জ রোভার ভোগ্যু, মার্সিডিজ এস ক্লাস, অডি R8, ল্যান্ড রোভার, ফোর্ড মুস্তাং জিটি-র মতো একাধিক বহুমূল্য গাড়ি রয়েছে। চোখধাঁধানো সেই কালেকশন তারকাদের জন্য রীতিমতো ঈর্ষনীয়! তবে শেষমেশ অটোয় করেই নবাবকে হাসপাতালে যেতে হল। একাধিক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন নবাবকে অটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়া হল? উঠেছে প্রশ্ন।

Advertisement

জানা গিয়েছে, ঘটনার পর ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনওটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত। এদিকে সইফ-করিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনও উপায় না দেখে অটোয় করেই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন ইব্রাহিম। ঘটনার রাতে করিনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেই অভিনেত্রীকে দেখা গেল, অটো-রিকশার পাশে উদভ্রান্তের মতো এদিক-ওদিক করতে। জানা গিয়েছে, সইফের ঘাড় এবং শিরদাঁড়ায় যেভাবে ছুরির কোপ মারা হয়েছে, তা ভীষণই বিপজ্জনক!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement