Advertisement
Advertisement
Vivek Agnihotri Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যর পোশাক সামলাতেও লোক..! ‘ওরা তোমার চাকর?’, তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর

Cannes-এর মঞ্চে 'বচ্চনবধূ'র স্টাইল স্টেটমেন্ট খোরাক!

Cannes 2023: Vivek Agnihotri criticizes 'costume slaves' helping Aishwarya Rai | Sangbad Pratidin Bachchan
Published by: Sandipta Bhanja
  • Posted:May 19, 2023 5:56 pm
  • Updated:May 19, 2023 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  “পোশাক সামলাতেও লোক লাগছে? ওঁরা আপনার চাকর-বাকর নাকি?” কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ‘বচ্চন-বধূ’ ঐশ্বর্যর পোশাক নিয়ে তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কান-এর লাল গালিচায় যে পোশাক পরে হেঁটেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, তা নিয়ে নেটপাড়ায় ঠাট্টা-তামাশার অন্ত নেই। বচ্চনবধূর স্টাইল স্টেটমেন্টকে খোরাক করে কেউ বলছেন, ‘পুরো অ্যালুমিনিয়াম ফয়েল’। কেউ আবার এই পোশাককে ‘কোয়ি মিল গ্যায়া’র জাদুর সঙ্গে তুলনা টেনেছেন। নিন্দুকদের কেউ কেউ আবার ঐশ্বর্যর ‘কান-পোশাক’কে পরোটা কিংবা কম্বল বলে মশকরা করতেও পিছপা হননি। আসরে শ্বশুর সিনিয়র বচ্চনকে টেনেও আক্রমণ করেছেন! এবার বচ্চন বধূকে চূড়ান্ত কটাক্ষ করলেন বিবেক অগ্নিহোত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘গ্রেপ্তার’ অমিতাভ ! পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট বিগ বি’র]

পরিচালক বিবেকের অবশ্য বেশি মাথা ব্যথা যাঁরা রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চনের পোশাক সামাল দিচ্ছিলেন। তাঁদের কথা ভেবেই অভিনেত্রীকে খোঁচা দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের মন্তব্য, “আপনারা কেউ কি ‘কস্টিউম স্লেভস’ (পোশাক সামলানোর চাকর)-এর কথা শুনেছেন? মেয়েরাই সাধারণত এই পেশায় থাকে, এক্ষেত্রে অবশ্য একজন পুরুষ। এঁদেরকে এখন আপনারা ভারতীয় নায়িকার সঙ্গেও দেখতে পাবেন। আমরা এরকম বোকা কেন হয়ে যাচ্ছি, তাও আবার এই ধরণের অদ্ভূত, অস্বস্তিকর পোশাকের জন্য?”

বিবেক অগ্নিহোত্রীর টুইট

উল্লেখ্য, বচ্চন বধূর ‘কান-পোশাক’ নিয়ে বিবেকের এহেন মন্তব্যে সায় দিয়েছেন নেটপাড়ার একাংশ। বলছেন, ‘ঠিকই মেয়েদের নিয়ে এভাবে আদিখ্যেতা বন্ধ করা উচিত।’ কারও মন্তব্য, ‘এরকম অস্বস্তিকর পোশাক পরে কীভাবে হাঁটছেন ঐশ্বর্য?’ তবে বিবেক অগ্নিহোত্রীর এহেন কটাক্ষবাণে অনেকেই আবার ‘পুরুষতান্ত্রিক’ মন্তব্যের গন্ধ পেয়েছেন। পাল্টা পরিচালককে তুলোধনা করতেও ছাড়েননি তাই।

[আরও পড়ুন: ফারহানের ‘ডন থ্রি’ থেকে বাদ শাহরুখ! জানেন কে হবেন এই ছবির নায়ক?]

ঐশ্বর্য-অনুরাগীরা বিবেককে পাল্টা কটাক্ষ করে কেউ বলছেন, ‘আপনার এত হিংসে কীসের? কান ফিল্ম ফেস্টিভ্যাল আপনাকে আমন্ত্রণ জানাননি বলে?’ আবার কারও বক্তব্য, ‘ওটা ঐশ্বর্যর ব্যক্তিগত পছন্দ। আপনার তাতে কী? আর ওই লোকগুলোকে পোশাক সামলানোর জন্য ব্র্যান্ডের তরফে টাকা দেওয়া হয়।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement