Advertisement
Advertisement
Urvashi Rautela

Cannes-এর রেড কার্পেটে ভ্রান্তিবিলাস, উর্বশীকে ঐশ্বর্য বলে ডাক! ‘হোমওয়ার্ক করুন..’ উড়ল কটাক্ষ

বীভৎস ট্রোলের শিকার উর্বশী রাওতেলা।

Cannes 2023: Urvashi Rautela gets mistaken for Aishwarya Rai Bachchan at red carpet | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 18, 2023 7:50 pm
  • Updated:May 18, 2023 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে বড়সড় ভুল! উর্বশী রাওতেলাকে ঐশ্বর্য রাই বচ্চন বলে ডেকে বসলেন এক পাপ্পারাজি। আর সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হতেই তাঁকে তুলোধনা করলেন ভারতীয়রা। নিন্দুকদের হাত থেকে রেহাই পেলেন না উর্বশীও। তবে ট্রোলের মুখে পড়েও বেজায় উছ্বসিত অভিনেত্রী।

প্রসঙ্গত, গতবছরও কান-এর রেড কার্পেটে হেঁটেছিলেন উর্বশী রাওতেলা। এবারও ডিজাইনার পোশাকে তাক লাগাচ্ছেন তিনি। তবে কান-এর দ্বিতীয় দিনে যে ঘটনা ঘটল, তাতে নেটিজেনরা খেপে উঠলেও ‘পন্থ-প্রেমিকা’র আনন্দ আর ধরছে না। যা দেখে ক্ষিপ্ত নেটপাড়ার একাংশ ‘আদিখ্যেতা’র আখ্যা জুড়েছে।

Advertisement

সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে দেখা গেল, গেরুয়া রঙের রাফলড গাউন পরনে উর্বশী। পাপ্পারাজ্জিদের উদ্দেশে চুমু ছুঁড়ে, হাত নেড়ে অভিবাদন দিতে দিতে হেঁটে চলেছেন রেড কার্পেটে। ঠিক এইসময়েই ভিড়ের মধ্য থেকে উর্বশী রাওতেলাকে কেউ ভুলবশত চিৎকার করে ঐশ্বর্য ডেকে বসেন। পাল্টা কোনওরকম কথা না বাড়িয়ে হেসে চলে যান অভিনেত্রী। আর সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রাম, টুইটারে ভাইরাল হতেই কটাক্ষবাণ ধেয়ে এল তাঁর দিকে।

[আরও পড়ুন: জিম করতে গিয়ে অঘটন! ছবি পোস্ট করে সলমন লিখলেন, ‘টাইগার জখমি হ্যায়!’]

কারও মন্তব্য, ‘আমি ভাবছি, কে উর্বশীর সঙ্গে ঐশ্বর্যকে গুলিয়ে ফেলল?’ কেউ বললেন, ‘ইশ! একে কিনা ঐশ্বর্য বলে ডেকে বসল.. আমি ভাবতে পারছি না!’ কেউ বা আবার বললেন, ‘কোনও দিক থেকেই উর্বশী রাওতেলাকে দেখতে ঐশ্বর্য রাই বচ্চনের মতো নয়।’ কেউ কেউ আবার ওই পাপ্পারাজ্জিকে তুলোধনা করে বললেন, ‘আপনার উচিত আরও হোমওয়ার্ক করে এসব অনুষ্ঠানে আসা।’ তবে নিন্দুকরা উর্বশীকেই দোষ দিলেন। তাঁদের কথায়, “উনি ঐশ্বর্যর স্টাইল নকল করছেন। ওর একজন ভাল স্টাইলিস্টের দরকার।”

[আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]

উল্লেখ্য, ‘কাইবুৎসু’ ছবির স্ক্রিনিংয়ের জন্যই ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছেন তিনি। গতকাল গলায় টিকটিকি ডিজাইনের গয়না ঝুলিয়ে খবরের শিরোনামে উটে এসেছিলেন উর্বশী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement