Advertisement
Advertisement

Breaking News

Parno Mittra

লাল রঙে চুল রাঙালেন টলিউড অভিনেত্রী, চিনতে পারছেন?

নিজেকে বদলে ফেললেন অভিনেত্রী।

Can you recognize this Bengali Actress with red hair | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 2, 2021 2:38 pm
  • Updated:December 2, 2021 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আমেজে ভোল পালটে ফেললেন টলিউড অভিনেত্রী। টকটকে লাল রঙে রাঙালেন মাথার চুল। আর সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে এক ঝলকে চেনাই দায়।

Parno Mittra

Advertisement

চিনতে পারলেন? এ ছবি অভিনেত্রী পার্ণো মিত্রর (Parno Mittra)। তিনিই এভাবে নিজের চুলের রং পালটে ফেলেছেন।  লাল রঙে নিজের কেশরাশি রাঙিয়েছেন অভিনেত্রী। আরও একটি ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

Actress Parno

কেন অভিনেত্রীর এমন লুক? সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তা নতুন সিনেমার জন্যও হতে পারে, নিজের ইচ্ছে অনুযায়ী চুলের রং পালটেও থাকতে পারেন অভিনেত্রী। গত নভেম্বর মাসে ‘বনবিবি’ ছবির শুটিং শুরু করেছেন পার্ণো। ছবিটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ।

Tollywood actress Parno

[আরও পড়ুন: ‘রাজনীতিতে যোগ দাও’, স্বরা ভাস্করকে পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের

সুন্দরবন এলাকায় পূজিত হন বনবিবি। তাঁকে পুজো করেই নাকি বনে মধু সংগ্রহ করতে যান সেই এলাকার মানুষ। জানা গিয়েছে, রেশম নামে এক ‘বাঘ বিধবা’র চরিত্রে অভিনয় করছেন পার্ণো। রেশমের স্বামী বনে গিয়ে আর ফেরত আসেনি। শোনা যায়, তাকে বাঘে টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। এমন অবস্থায় পেটের দায়ে সুন্দরবনে গাইডের কাজ শুরু করে রেশম। তার জীবনের সংগ্রামের কাহিনিই ‘বনবিবি’ ছবিতে তুলে ধরা হয়েছে। 

Parno at shoot

ছবিতে পার্ণোর বিপরীতে অভিনয় করছেন আর্য দাশগুপ্ত। বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সোহিনী সরকারকে। এছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ ছবিতে শবনমের চরিত্রে দেখা যাবে পার্ণোকে। করোনা (Coronavirus) পরিস্থিতিতে বহুদিন ধরে ছবির মুক্তি আটকে ছিল। আগামী বছর নতুন মুক্তির দিন ধার্য করা হয়েছে। ২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Queen P (@parnomittra)

[আরও পড়ুন: আট বছরের সম্পর্কে ইতি টানছেন দেবলীনা-তথাগত? টলিপাড়ায় জোর গুঞ্জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement