Advertisement
Advertisement

Breaking News

ফারহান আখতার

প্রকাশ্যে ‘তুফান’-এর নয়া পোস্টার, ফারহানের সিনেমা বয়কটের দাবি CAA সমর্থকদের

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার অভিনেতা।

CAA supporters urges people to boycott Farhan Akhtar's movies
Published by: Sandipta Bhanja
  • Posted:January 2, 2020 5:58 pm
  • Updated:January 2, 2020 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ‘তুফান’-এর নয়া লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা তথা প্রযোজক ফারহান আখতার। হাতে গ্লাভস, পরনে বক্সিং জার্সি, বক্সিং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে সম্মুখ সমরে যেতে প্রস্তুত। ‘তুফান’-এর নয়া পোস্টারে তুখড় ফারহান আখতার। ‘কঠিন সময়ে নিজেকে আরও শক্ত হতে হয়’ ক্যাপশনে একথা লিখেই বিপাকে পড়লেন ফারহান আখতার। নেটিজেনদের একাংশ CAA বিরোধিতা ইস্যুকে উসকে দিযে ফারহান আখতারের আগামী ছবি ‘তুফান’কে বয়কট করার ডাক দিলেন।

২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় বক্সারের ভূমিকায় নিজের চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন ফারহান। লুক শেয়ার করে ফারহান লিখেছেন, ”যখন কঠিন সময় আসে, তখন নিজেকে আরও শক্ত হতে হয়। এবছর ‘তুফান’ উঠবে। মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২০।” ‘তুফান’-এর নতুন লুক শেয়ার করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেনের রোষানলে পড়তে হয় ফারহানকে। বিশেষ করে যাঁরা CAA, NRC’কে সমর্থন জানিয়েছেন, তাঁরাই ফারহানকে এবং তাঁর ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে তৈরি হয়েছে #boycotttoofan #ISupportCAA_NRC-এর মতো কিছু হ্যাশট্যাগও।

Advertisement

[আরও পড়ুন:‘রাষ্ট্রদ্রোহী’ ফারহান আখতার, অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হিন্দু সংগঠনের ]

farhan

প্রসঙ্গত, জামিয়া কাণ্ডের সময় সরব হয়েছিলেন ফারহান আখতার। নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendments Act) প্রতিবাদে একদিকে যখন উত্তাল দেশ, বলি পাড়ার ডাকসাইটে ক’জন অভিনেতা তখন ভাবলেশহীন ছিলেন। তবে সে পথে হাঁটেননি ফারহান। বরং প্রতিবাদী আন্দোলনের ডাক দিয়েছেন বলিউড অভিনেতা। লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে প্রতিবাদের দিন ফুরিয়েছে, এবার রাস্তায় নামুন।” প্রসঙ্গত, ‘ভাগ মিলখা ভাগ’-এর পর ফের স্পোর্টস ড্রামায় অভিনয় করলেন ফারহান আখতার। এবারও পরিচালকের আসনে রাকেশ ওমপ্রকাশ মেহেরা। মুক্তি পাচ্ছে অক্টোবরের ২ তারিখ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে শঙ্কর-এহসান-লয় এবং তানিস্ক বাগচী। জামিয়া কাণ্ডের পরও অবশ্য ফারহান CAA বিরোধিতায় মুখ খোলায় ‘রাষ্ট্রদ্রোহিতা’র তকমা সেঁটে থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেতার নামে। এবার ‘তুফান’কে নিষিদ্ধ করার দাবি তুললেন CAA সমর্থকরা।

[আরও পড়ুন: ‘লুডো’র ফার্স্ট লুকে নারীবেশে ধরা দিলেন অভিনেতা, চিনতে পারছেন ইনি কে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement