সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ‘তুফান’-এর নয়া লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা তথা প্রযোজক ফারহান আখতার। হাতে গ্লাভস, পরনে বক্সিং জার্সি, বক্সিং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে সম্মুখ সমরে যেতে প্রস্তুত। ‘তুফান’-এর নয়া পোস্টারে তুখড় ফারহান আখতার। ‘কঠিন সময়ে নিজেকে আরও শক্ত হতে হয়’ ক্যাপশনে একথা লিখেই বিপাকে পড়লেন ফারহান আখতার। নেটিজেনদের একাংশ CAA বিরোধিতা ইস্যুকে উসকে দিযে ফারহান আখতারের আগামী ছবি ‘তুফান’কে বয়কট করার ডাক দিলেন।
২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় বক্সারের ভূমিকায় নিজের চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন ফারহান। লুক শেয়ার করে ফারহান লিখেছেন, ”যখন কঠিন সময় আসে, তখন নিজেকে আরও শক্ত হতে হয়। এবছর ‘তুফান’ উঠবে। মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২০।” ‘তুফান’-এর নতুন লুক শেয়ার করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেনের রোষানলে পড়তে হয় ফারহানকে। বিশেষ করে যাঁরা CAA, NRC’কে সমর্থন জানিয়েছেন, তাঁরাই ফারহানকে এবং তাঁর ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে তৈরি হয়েছে #boycotttoofan #ISupportCAA_NRC-এর মতো কিছু হ্যাশট্যাগও।
প্রসঙ্গত, জামিয়া কাণ্ডের সময় সরব হয়েছিলেন ফারহান আখতার। নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendments Act) প্রতিবাদে একদিকে যখন উত্তাল দেশ, বলি পাড়ার ডাকসাইটে ক’জন অভিনেতা তখন ভাবলেশহীন ছিলেন। তবে সে পথে হাঁটেননি ফারহান। বরং প্রতিবাদী আন্দোলনের ডাক দিয়েছেন বলিউড অভিনেতা। লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে প্রতিবাদের দিন ফুরিয়েছে, এবার রাস্তায় নামুন।” প্রসঙ্গত, ‘ভাগ মিলখা ভাগ’-এর পর ফের স্পোর্টস ড্রামায় অভিনয় করলেন ফারহান আখতার। এবারও পরিচালকের আসনে রাকেশ ওমপ্রকাশ মেহেরা। মুক্তি পাচ্ছে অক্টোবরের ২ তারিখ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে শঙ্কর-এহসান-লয় এবং তানিস্ক বাগচী। জামিয়া কাণ্ডের পরও অবশ্য ফারহান CAA বিরোধিতায় মুখ খোলায় ‘রাষ্ট্রদ্রোহিতা’র তকমা সেঁটে থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেতার নামে। এবার ‘তুফান’কে নিষিদ্ধ করার দাবি তুললেন CAA সমর্থকরা।
Is this the film for which you first spread fake news, incited people, sent out wrong map of India (straight from the ISI files) and then went to shoot in #CAA_NRC_Protest in August Kranti Maidan with your team 🤔
— Priyanka Goenka (@priyanka79g) January 2, 2020
When life gets harder, you just get stronger. Iss saal #Toofan uthega. Releasing on 2.10.2020@mrunal0801 @SirPareshRawal @ritesh_sid @RakeyshOmMehra @urfvijaymaurya @ShankarEhsanLoy @Javedakhtarjadu @excelmovies @ROMPPictures @ZeeMusicCompany #AnjumRajabali @AAFilmsIndia pic.twitter.com/1DDKtYp8Pi
— Farhan Akhtar (@FarOutAkhtar) January 2, 2020
#Toofan to last year se utha hua hai…Khair chodiye apko ghanta knowledge hai😂😜
— Completely Sorted (@mayankm94847123) January 2, 2020
Agar itne log #boycott toofaan keh rahe hai to kuch na kuch to hoga hi
— Hardik Maniar (@hcmaniar) January 2, 2020
#Toofan nahi aayega… remember people he is the same person who doesn’t respect the law of land (know it even), please boycott the movie and sponsor associated with it … #AwaitingBefittingReply
— Panjwani (@panjwanik) January 2, 2020
We are not interested in your movies anymore as a peaceful non religious protest against #ISupportCAA . Boycott #Toofan . Let show these pseudusecular our soft power. Jai Hind
— Gourav anand (@Gouravhind) January 2, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.