Advertisement
Advertisement

Breaking News

Ali Richa Wedding

সেপ্টেম্বরের শেষেই বিয়ে করছেন রিচা চাড্ডা ও আলি ফজল! জল্পনা তুঙ্গে

মুম্বইয়ের অভিজাত হোটেলেই বিয়ের যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে খবর।

Buzz around Richa Chadha and Ali Fazal to have wedding September end in Mumbai | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 6, 2022 8:05 pm
  • Updated:September 7, 2022 1:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শোনা যাচ্ছে আলি ফজল  (Ali Fazal) ও রিচা চাড্ডার (Richa Chadha) বিয়ের খবর। এবার গুঞ্জন, চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই বিয়ে করতে চলেছেন বলিউডের তারকা জুটি। সূত্রের খবর মানলে, মুম্বইয়ের হবে বিয়ের অনুষ্ঠান। 

Richa with Ali Fazal

Advertisement

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় আলি ও রিচাকে। ছবির শুটিং চলাকালীন তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। এরপর ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, শুধুমাত্র বন্ধুত্বে আর আটকে নেই তাঁদের সম্পর্ক। রিচার পছন্দ-অপছন্দের সঙ্গে অনেক মিল রয়েছে আলির। তাছাড়া দু’জনের বন্ধু সার্কেলও এক। ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দেখা যায় দু’জনকে একসঙ্গে। তারপর আর বুঝতে কারও বাকি থাকেনি যে প্রেমসাগরে ডুব দিয়েছেন দুই তারকা।

ali-fazal-richa-chadda

[আরও পড়ুন: অমিতাভের সঙ্গে বলিউড ডেবিউ রশ্মিকার, ‘গুডবাই’-এর ট্রেলারে যত কাণ্ড শেষকৃত্য নিয়ে]

আলি-রিচার প্রেমের খবর জানাজানি হতেই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়। শোনা যায়, ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। অভিনেত্রীও রাজি হয়ে যান। ২০২০ সালের প্রথম দিকেই দু’জনের বিয়ে করার কথা ছিল। কিন্তু ততদিনে করোনার (Coronavirus) প্রকোপ শুরু হয়ে যায়। রিচা ও আলিকে বিয়ের পরিকল্পনা স্থগিত রাখতে হয়। 

Richa-Ali-2

করোনা পরিস্থিতি একটু ঠিক হতেই ফের বিয়ের তোড়জোড় শুরু করে দেন দুই তারকা। চলতি বছরের শুরুতেও একবার রিচা ও আলির বিয়ের গুঞ্জন শোনা যায়। কিন্তু কোনও কারণে তা হয়নি। এবার শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষে রাজধানী দিল্লিতে রিচা ও আলির বিয়ের অনুষ্ঠান শুরু হবে। অক্টোবরের শুরুতে তা শেষ হবে। আর শেষে দিকে অনুষ্ঠান হবে মুম্বইয়ে। দক্ষিণ মুম্বইয়ের একটি অভিজাত হোটেলেই বিয়ের যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে খবর। এদিকে ‘ফুকরে ৩’ সিনেমায় ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন রিচা ও আলি। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। 

[আরও পড়ুন: বলিউডের হাল ফেরাবে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’! পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিল্লি হাই কোর্টের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement