সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) প্রয়াণের পর শোকপ্রকাশ করে পরিবারের পাশে দাড়িয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবিদায় জানানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে খবর পেয়েই মমতা ছুটে গিয়েছিলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। সেখানেই মীরাদেবী এবং সুচেতন ভট্টাচার্যর সঙ্গে কথা বলে গান স্যালুটে বিদায় জানানোর কথা ঘোষণা করেন। তবে বামসমর্থকদের সিংহভাগ তাতে সায় দেননি। খোদ অনীক দত্ত বুদ্ধদেবপত্নী মীরা ভট্টাচার্যের কাছে আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের তরফে যেন কোনও গান স্যালুট না নেওয়া হয়।
উল্লেখ্য, আলিমুদ্দিনের তরফে বুদ্ধদেবের শেষযাত্রার যে সূচি প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়ার উল্লেখ থাকলেও গান স্যালুট-এর কোনও উল্লেখ নেই। আর সেই প্রেক্ষিতেই বুদ্ধবাবুর শেষযাত্রা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিদায়বেলাতেও রাজনৈতিক দ্বন্দ্বের আঁচ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার খবর পেয়েই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ছুটে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানেই গান স্যালুট নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বামপন্থী পরিচালক। অনীকের মন্তব্য, “একসময়ে যাঁরা বুদ্ধবাবুকে হেনস্তা করেছেন, তাঁরা কেন এখানে হাজির হয়েছেন? আমি মীরাদেবীর কাছে আর্জি জানিয়েছি, যাতে গান স্যালুটের অনুমতি তিনি না দেন।” উত্তরে কী জানান বুদ্ধদেবপত্নী? অনীক জানালেন, “ওঁরও সায় নেই। তিনি বলেছেন- আমারও ইচ্ছে নেই।”
এদিকে শুক্রবার সকাল হতেই খবর মিলেছে, আলিমুদ্দিনের তরফেও বিধানসভায় গানস্যালুট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন নেতৃত্বরা। এমনকী কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ করতে রাজি নন তাঁরা। দেহদান করে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ যাবে এনআরএস-এ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.