সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মি টু’র স্মৃতি ফিরল হলিউডে। ধর্ষণের অভিযোগ আনলেন ‘প্রিটি বেবি’, ‘ব্লু লাগুন’ খ্যাত অভিনেত্রী ব্রুক শিল্ডস (Brooke Shields)। সম্প্রতি সানডান্স চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছেন অভিনেত্রী জীবন অবলম্বনে তৈরি তথ্যচিত্র ‘প্রিটি বেবি: ব্রুক শিল্ডস’। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ৫৭ বছরের অভিনেত্রী।
চাইল্ড মডেল হিসেবে ছোটবেলাতেই তুমুল জনপ্রিয়তা পান ব্রুক শিল্ডস। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘প্রিটি বেবি’ সিনেমায় নাবালিকা যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। সেই ব্রুকই কলেজ পাশ করার পর ধর্ষণের শিকার হন। তথ্যচিত্রে অভিযুক্তর নাম জানাননি ব্রুক। তবে তিনি ঘটনাটি বিস্তারিত জানিয়েছেন। অভিনেত্রী জানান, কলেজ থেকে পাশ করার পর ভাল সিনেমায় কাজ করতে চাইছিলেন তিনি। সেই সময়ই ওই ব্যক্তির সঙ্গে আলাপ হয়।
অডিশনের অজুহাতে অভিযুক্ত তরুণী ব্রুককে হোটেলে ডেকেছিলেন। অভিনেত্রীর তখন বিন্দুমাত্র সন্দেহ হয়নি। অভিযোগ হোটেল ঘরে ব্রুককে বসিয়ে রেখে ওই ব্যক্তি শৌচালয়ে যায়। সেখান থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে এসে ব্রুকের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্রুক জানান, তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করার সাহসটুকু ছিল না। সেই সময় হয়তো দমবন্ধ হয়ে মরেও যেতে পারতেন।
৫৭ বছরের অভিনেত্রী জানান, সেই সময় তিনি বুঝতে পারেননি তাঁর সঙ্গে কী ঘটে গিয়েছে। বাড়ি এসে এক বন্ধুকে ফোন করেন। তখন বুঝতে পারেন ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলে উঠতে পারেননি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে জীবনের এই ভয়ংকর অভিজ্ঞতা সকলকে জানাতে চেয়েছিলেন ব্রুক। সেই কারণেই তথ্যচিত্র মন খুলে সমস্ত বিষয় জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই হলিউডে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা বিশ্বজুড়ে তৈরি হওয়া ‘মি টু’ (Me Too) ঝড় তথা একাধিক অভিনেত্রীকে যৌন নিগ্রহে সাজাপ্রাপ্ত হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের স্মৃতি ফিরিয়ে এনেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.