সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেন্সর বোর্ড আগেই জানিয়েছিল ‘অ্যানিম্যাল’ (Animal) সব ধরণের দর্শকদের জন্য নয়। এবার রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবিকে ‘নারীবিরোধী’ তকমা ব্রিটিশ সেন্সর বোর্ডের। প্রশ্ন উঠেছে, তাহলে কি যুক্তরাষ্ট্রের দর্শকরা এই সিনেমা দেখা থেকে বঞ্চিত থাকবেন?
ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশনের মার্কশিটে ‘অ্যানিম্যাল’কে হিংসাত্মক সিনেমা বলে দাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁদের অভিযোগ, এই সিনেমার একাধিক প্লটে পদে পদে মহিলাদের অপমান করা হয়েছে। যা কিনা গার্হস্থ্য হিংসার মতো বিষয়কেও উসকানি দিতে পারে! BBFC-র ওয়েবসাইটে ‘অ্যানিম্যাল’-এর বিষয়বস্তুর যা সংক্ষিপ্তসার রয়েছে। তার তর্জমা করলে দাঁড়ায়, “এই ডার্ক হিন্দি ছবিতে একজন প্রতিশোধস্পৃহ ছেলের গল্প দেখানো হয়েছে। যে কোনও মূল্যে সে প্রতিশোধ নেয়। মারপিটের দৃশ্যগুলো ভয়ংকর রক্তাক্ত। গার্হস্থ্য হিংসার প্রেক্ষাপটে বেশ কয়েকটা যৌন নির্যাতনের দৃশ্যও রয়েছে।”
তবে ব্রিটিশ সেন্সর বোর্ডের তরফে এই সিনেমা ছাড়পত্র পেয়েছে ঠিকই। তবে প্রাপ্তবয়স্ক রেটিংয়ের বিনিময়ে। এদিকে আন্তর্জাতিক ময়দানে আগেভাগেই অগ্রীম বুকিংয়ে দারুণ সফল ‘অ্যানিম্যাল’। সেক্ষেত্রে শাহরুখ খানের জওয়ান-এর রেকর্ডও ভেঙে দিয়েছেন রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর ‘জওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।
#Animal certified 18 by BBFC, cleared for UK release.#RanbirKapoor pic.twitter.com/eDMXYFAZjL
— ALLWood Reviews (@AllwoodReviews) November 24, 2023
প্রসঙ্গত, অদম্য পিতৃস্নেহ, প্রিয়জনের মৃত্যুর প্রতিশোধে হিংস্র জন্তু হয়ে ওঠার জার্নি দেখা গিয়েছে ‘অ্যানিম্যাল’-এর ট্রেলারে (Animal trailer)। দুরন্ত ঝলকে এককথায় রোমহর্ষক রণবীর কাপুর। বিশেষ করে, কাপুরনন্দনের লুক দেখে চমকে গিয়েছেন দর্শক অনুরাগীরা। ববি দেওলও কম যান না! সংলাপ খরচ না করেও শুধুমাত্র চোখেমুখে যে হিংস্র, ভয়াল রূপ ফুটিয়ে তুলেছেন, তা দেখে কনিষ্ঠ দেওলকে ‘শতাব্দীর সেরা ভিলেন’ আখ্যা দিয়েছে নেটপাড়া! হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে উত্তেজনায় ফুটছেন দর্শকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.