Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra

বিয়ের আগে এত বিরক্তি! পাপারাজ্জি দেখেই ক্ষিপ্ত পরিণীতি চোপড়া, ভাইরাল ভিডিও

আগামী ২৪ সেপ্টেম্বর আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে অভিনেত্রীর।

Bride-To-Be Parineeti Chopra Yells At Paparazzi, video on social media | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 17, 2023 9:42 am
  • Updated:September 17, 2023 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিন পরই বিয়ে। এদিকে পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) মেজাজ সপ্তমে। পাপারাজ্জি দেখেই ক্ষিপ্ত হয়ে গেলেন অভিনেত্রী। ‘আমি তো ডাকিনি!’ বলে বিরক্তি প্রকাশ করেই ঢুকে গেলেন বাড়ির অন্দরে।

Parineeti Chopra turns entrepreneur, calls it a four year long dream

Advertisement

বলিউডের অভিনেত্রী পরিণীতি। নানা কারণে তাঁকে সাংবাদিকদের সামনে আসতে হয়। ছবির প্রচারের পাশাপাশি এয়ারপোর্ট লুকও বেশ জনপ্রিয়। এতে কখনও ক্লান্ত হননি পরিণীতি। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেওয়াই তাঁর অভ্যাস। আচমকা কী হল? হয়তো বিয়ের ব্যস্ততা। তবে বিরক্তি প্রকাশ করার পর হাতজোড় করে সাংবাদিককে ছবি তুলতে বারণ করেন পরিণীতি।
[আরও পড়ুন: ]
গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে শোনা গিয়েছিল, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ সেজে উঠবে বিয়ের আসর। এবার খবর ১৭ তারিখ থেকেই বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হলদি, সংগীত, মেহেন্দির পর ২৪ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধবেন রাঘব (Raghav Chadha) ও পরিণীতি।
রাজস্থানের দুই অভিজাত হোটেল ‘দ্য ওবেরয় উদয়বিলাস’, লীলা প্যালেসে হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। । মোট ২০০ জন অতিথি থাকছেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল ও তরুণ রাজনীতিবিদের বিয়েতে। বেশিরভাগই VIP অতিথি। যার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার সম্ভাবনা প্রবল। রাঘব চাড্ডা নিজে গিয়ে নাকি তাঁকে নিমন্ত্রণপত্র দিয়েছেন।
[আরও পড়ুন: ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement