Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

অবিকল যেন রণবীরের ছোটবেলা, খুদেকে দেখে হতবাক আলিয়াও, দেখুন ভিডিও

কে এই খুদে?

Boy's Resemblance To Ranbir Kapoor In Viral Video Leaves Internet Stunned | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 28, 2022 12:20 pm
  • Updated:October 28, 2022 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল বলিউড অভিনেতার লুক আ লাইক। আর এবার নেটিজেনরা খুঁজে পেল রণবীর কাপুরের ছোটবেলা! হ্যাঁ, ঠিকই পড়েছেন, সোশ্য়াল মিডিয়ার হাত ধরে ভাইরাল হয়েছে নীরব ভাট নামে এক খুদের ভিডিও। যার মুখের আদল অবিকল রণবীরের কাপুরের ছোটবেলার মতো। তবে শুধু নেটিজেনরা নয়, এই ভিডিও দেখে হতবাক হয়েছেন আলিয়া ভাটও। তিনিও শেয়ার করেছেন খুদে নীরবের ভিডিও।

খুব শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। সংসারে নতুন সদস্যের আগমনের জন্য় অধীর আগ্রহে বসে রয়েছেন রণবীরও (Ranbir Kapoor)। আসন্ন সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন, নানা পরিকল্পনাও করছেন। ঠিক এমন সময়ই নেটিজেনরা খুঁজে বের করলেন এক খুদেকে। যার চেহারার সঙ্গে রণবীরের ছোটবেলার দারুণ মিল রয়েছে। অবিকল রণবীরের মতো চোখ, হাসি। এমনকী, আদব কায়দাতেও রণবীরের ছাপ। নীরব ভাট নামে সেই খুদে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়ও। লোকে তাঁকে ‘খুদে রণবীর’ বলেও ডাকে।

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nirav Bhatt (@nirav_16bhatt)

[আরও পড়ুন: হৃতিক বা রণবীর সিং নন, ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয়ভাগে দেবের চরিত্রে দক্ষিণের সুপারস্টার! ]

রণবীর কাপুরের মতো তাকে দেখতে, একথা শুনে শুনে বেশ বিরক্ত সে। ইনস্টাগ্রামে তা নিয়ে ভিডিও পোস্ট করেছে সে। সেই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ বলছেন, সিনেমায় সুযোগ দেওয়া হোক এই খুদেকে। রণবীরের ছোটবেলার চরিত্রে একেবারেই মানানসই নীরব ভাট। কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চনের লুক আ লাইকও।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nirav Bhatt (@nirav_16bhatt)

[আরও পড়ুন: এবার শীতে টলিউডে উড়বে ‘প্রজাপতি’, প্রকাশ্যে দেব-মিঠুনের নতুন ছবির পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement