Advertisement
Advertisement

Breaking News

Kunal Kamra

‘আয়োজকদের সিদ্ধান্ত, আমাদের নয়’, কুণাল কামরার উপর ‘নিষেধাজ্ঞা’ বিতর্কে পালটা BookMyShow

BookMyShow থেকে ‘ব্ল্যাক লিস্টেড’ কুণাল কামরা!

BookMyShow Issues Clarification After Kunal Kamra’s Open Letter

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:April 8, 2025 9:41 am
  • Updated:April 8, 2025 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শিণ্ডে ‘গদ্দার’ বিতর্কে কৌতুকশিল্পী কুণাল কামরার বিরুদ্ধে নাকি বড় পদক্ষেপ করেছিল অনলাইন সংস্থা ‘বুক মাই শো’। তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জরুরি ভিত্তিতে কৌতুকশিল্পী কুণাল কামরার সমস্ত কনটেন্ট সরিয়ে দেয় এই অনলাইন টিকিট বুকিং সংস্থা। এমনকী তাদের নিজস্ব শিল্পীদের তালিকা থেকে নাকি বাদ দেওয়া হয়েছে কমেডিয়ানের নামও। ‘বুক মাই শো’য়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই মুখ খুলেছেন কুণাল। নিজের সোশাল মিডিয়ায় কড়া ভাষায় নিন্দাও করে লিখেছেন খোলা চিঠি। সেই চিঠির জবাবে এবার পালটা সুর চড়াল ‘বুক মাই শো’ কর্তৃপক্ষ।

নিজেদের সোশাল মিডিয়া পেজে সংস্থার তরফে সাফাই দিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে , ‘বুক মাই শো’ একটি অনলাইন টিকিট বিক্রির সংস্থা।আমরা ভারতের সব আইন মেনে ব্যবসার কাজ চালাচ্ছি। বিগত কয়েকদিন ধরে এই সংস্থার নামে যেসব রটনা চলছে তাতে জনসাধারণের কাছে আমাদের সংস্থার ভাবমূর্তি খর্ব হচ্ছে। আমরা যে কোনও অনুষ্ঠান বা লাইভ শোয়ের আয়োজক সংস্থার সঙ্গে মিলে শুধুমাত্র টিকিট বিক্রির কাজটুকু করি। কে কখন অনুষ্ঠান করবেন, সেটি কোথায় অনুষ্ঠিত হবে,অনুষ্ঠানে কোন শিল্পীরা তালিকাভুক্ত হবেন – এসব কোনও ভাবেই আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সবটাই আয়োজকদের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করার জন্য আমরা কোনও শিল্পীর উপর নিষেধাজ্ঞা জারি করি না।’ এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সংস্থা।

Advertisement

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই এই বিতর্কে উত্তাল নেটপাড়া। বিতর্ক উসকে নিজের এক্স হ্যান্ডেলে ‘বুক মাই শো’র সিদ্ধান্তের স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন তোলেন কুণাল কামরা। সংস্থার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে কৌতুকশিল্পী লিখেছেন, ‘আপনারা কি দয়া করে জানাবেন আমার শো আপনাদের প্ল্যাটফর্মের তালিকায় থাকছে কিনা? যদি না থাকে তাহলে অবশ্য কোনও অসুবিধা নেই। আমি আপনাদের অসহায়তা বুঝতে পারছি।’ পাশাপাশি এক সাক্ষাৎকারে কুণাল দাবি করেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে ‘বুক মাই শো’য়ের তরফে তিনি নাকি কোনও অফিশিয়াল চিঠি পাননি। এমনকী তারা নাকি কোনও পাবলিক স্টেটমেন্টও দেয়নি এই বিষয়ে। স্বভাবতই বিষয়টি নিয়ে জলঘোলার অবকাশ থেকে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘এই ধরনের অস্বচ্ছতার কারণে জনমানসে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা মনে করছেন সমস্ত বিতর্ক এড়াতেই ‘বুক মাই শো’ এই পদক্ষেপ নিয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BookMyShow (@bookmyshowin)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement