Advertisement
Advertisement

Breaking News

Bonny Sengupta

ফের জুটি বাঁধতে চলেছেন বনি ও কৌশানি, আসছে থ্রিলার ছবি ‘মরীচিকা’

এপ্রিলের ২০ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং।

Bonny sengupta and koushani mukherjees upcoming bengali film Morichika Poster out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 19, 2022 7:13 pm
  • Updated:March 19, 2022 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের মিষ্টি জুটি নামেই খ্যাত বনি-কৌশানি। সিনেমায় কেরিয়ারের শুরুর পর থেকেই তাঁদের প্রেমের শুরু। তাই তো এই রিয়েল লাইফ জুটিকে পর্দায় বার বার দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। বনি ও কৌশানির অনুরাগীদের সেই ইচ্ছাপূরণ করতে চলেছেন পরিচালক সুমিত সাহিল। নতুন এক থ্রিলারে ফের জুটি বাঁধছেন বনি ও কৌশানি। ছবির নাম ‘মরীচিকা’।

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্য়াক্টিভ বনি। হামেশাই নতুন নতুন ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। কৌশানিও কিছু কম যান না। কখনও বলিউডি গানে রিল বানিয়ে, তো কখনও ফটোশুটের ছবি দিয়ে অনুরাগীদের মন জয় করেছেন কৌশানি।

Advertisement

[আরও পড়ুন: তামিল ছবির রিমেক ‘বচ্চন পাণ্ডে’, পেশির জোরে নায়ক হতে পারলেন অক্ষয়?]

সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নতুন ছবির ঘোষণা সেরে ফেললেন বনি ও কৌশানি। ছবির পোস্টার শেয়ার করে বনি লিখলেন, ‘খুব শিগগিরই আসছে মরীচিকা।’ চলতি বছর এপ্রিলের ২০ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

[আরও পড়ুন: আর ছবি প্রযোজনা করবেন না অনুষ্কা শর্মা! আচমকা কেন এমন সিদ্ধান্ত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement