Advertisement
Advertisement

Breaking News

Rhea Chakraborty

জামিন পেলেও রিয়ার উপর কড়া নজর আদালতের! অভিনেত্রীকে মানতে হবে এই ৮ শর্ত

AIIMS-এর রিপোর্ট ত্রুটিপূর্ণ, ফের ভিসেরা পরীক্ষার দাবি সুশান্তের পরিবারের।

Bangla News of Sushant Singh Rajput case: Bombay High Court grants Rhea Chakraborty bail on these terms and conditions | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 7, 2020 5:55 pm
  • Updated:October 7, 2020 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ সেপ্টেম্বরের পর ৭ অক্টোবর। গ্রেপ্তারির ২৮ দিনের মাথায় জামিন পেলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় মাদক যোগের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বুধবার তাঁর জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। কিন্তু কী কী শর্তে জামিন পেলেন রিয়া? জানা গিয়েছে,

১) মাদক মামলায় ১ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী।

Advertisement

২) তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে।

৩) গ্রেটার মুম্বইয়ের NDPS আদালতের বিশেষ বিচারপতির অনুমতি ছাড়া রিয়া দেশের বাইরে যেতে পারবেন না।

৪) এমনকী রিয়াকে যদি গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হয় তাহলেও তদন্তকারী অফিসারের অনুমতি নিতে হবে। কেন যেতে হচ্ছে তা জানাতে হবে।

৫) মুক্তির ১০ দিন পর্যন্ত রিয়াকে প্রতিদিন বাড়ির সামনের থানায় গিয়ে হাজিরা দিতে হবে। বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনও সময়।  

৬) ছ’মাস পর্যন্ত প্রতিমাসের প্রথম সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তদন্তকারী সংস্থার অফিসে উপস্থিত হতে হবে।

৭) তদন্তের স্বার্থে কোনও প্রমাণ-নথি নষ্ট করার চেষ্টা করা যাবে না।

৮) আদালতের নির্দেশ মতো এজলাসে হাজিরা দিতে হবে। বিনা কারণে অনুপস্থিত থাকা যাবে না। অনুপস্থিতির যথাযথ কারণ জানাতে হবে।

[আরও পড়ুন: পুজো রিলিজের ভিড়ে দর্শককে হাসাবে ‘চলো পটল তুলি’, অভিনয়ে টলিউডের একঝাঁক শিল্পী]

বুধবার রিয়া জামিন পেলেও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। জামিন পান সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্ত। রিয়ার জামিনের খবরে সোশ্যাল মিডিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান, অভিনেত্রী তাপসী পান্নু এবং পরিচালক অনুভব সিনহা।

এদিকে সুশান্তের ভিসেরা রিপোর্টকে ত্রুটি রয়েছে বলে অভিযোগ জানিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (CBI) চিঠি পাঠিয়েছেন সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং (Vikas Singh)। ভিন্ন ফরেনসিক টিমকে দিয়ে ভিসেরা নমুনার নতুন করে পরীক্ষার দাবি জানিয়েছেন তিনি। এর আগে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেছিলেন AIIMS-এর ফরেনসিক টিমের প্রধান ডা. সুধীর গুপ্ত (Sudhir Gupta)। পরে এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয় তাঁদের কাছে সুধীর গুপ্তার অডিও রেকর্ড রয়েছে, যেখানে নাকি সুধীর সুশান্তের মৃত্যুকে খুনের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এরপরই আজ AIIMS-এর রিপোর্টকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন বিকাশ সিং।

[আরও পড়ুন: সন্তানকে খুঁজে পেতে মরিয়া কোয়েল! দেখুন ‘রক্ত রহস্য’ ছবির নতুন ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement