Advertisement
Advertisement

Breaking News

বোমান ইরানি

দিনে অভিনেত্রী, রাতে অটোচালক; ‘রিয়েল লাইফ হিরো’র সঙ্গে পরিচয় করালেন বোমান ইরানি

দেখুন বোমান ইরানির সঙ্গে সেই অভিনেত্রীর ভিডিও।

Boman Irani introduced Laxmi the Marathi actress and auto-rickshaw driver
Published by: Sandipta Bhanja
  • Posted:May 8, 2019 12:37 pm
  • Updated:May 8, 2019 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে… লক্ষ্মীর রোজনামচা বলতে গেলে এই প্রবাদটাই সবার আগে মাথায় আসে। সকালে ক্যামেরার সামনে, আর রাতে অটোর চালকের সিটে। তিনি লক্ষ্মী। মারাঠি ধারাবাহিকে অভিনয় করেন। তবে, সংসারের প্রয়োজন তাতে মেটে না। দরকার আরেকটু বেশি উপার্জনের। ভাবছেন তো, রিল লাইফেই গল্পের হিরোদের দেখা যায় এমনটা করতে। তবে, না। এটা রিয়েল লাইফের ঘটনা। শুনতে অবাক লাগলেও, মহারাষ্ট্রের একজন অভিনেত্রীর রোজনামচা ঠিক এমনটাই। আলাপ করালেন বলিউড অভিনেতা বোমান ইরানি

[আরও পড়ুন: ‘বালাকোট স্ট্রাইক নিয়ে বিশেষ জানি না,’ স্বীকারোক্তি সানি দেওলের ]

Advertisement

সম্প্রতি, বোমান ইরানি এই মারাঠি অভিনেত্রী লক্ষ্মীর সঙ্গে তাঁর অটোতেই চড়েছিলেন। লক্ষ্মী ঠিক যেমন অভিনেত্রী, তেমনটাই পেশাদার অটোচালক। জেনে প্রথমটায় অবাক হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা বোমান ইরানিও। পরে লক্ষ্মীকে নিয়ে গর্ববোধ করে একটি ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। বোমানের কথায়, এই মেয়ে বাস্তব জীবনের একজন নায়ক।

[আরও পড়ুন: ‘সেক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজনে নয়া চমক, থাকছেন কালকি-রণবীর]

শনিবার রাতে, বোমানের সঙ্গে দেখা হয় মারাঠি অভিনেত্রী লক্ষ্মীর। অত রাতে লক্ষ্মী অটো চালাচ্ছিলেন। যাত্রী হিসেবে ছিলেন তিনজন পুরুষ। তারাই বোমানকে দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। লক্ষ্মীও বোমানের বড় ফ্যান। তিনিও ‘বোমান স্যার, বোমান স্যার’ করে ডাকতেই, বোমান নিজের গাড়ি থেকে নেমে পড়েন। মহিলা অটেচালককে দেখে প্রথমটায় অবাক হলেও, তিনি খুশি হন। লক্ষ্মী তাঁর পাশে বসে অভিনেতাকে ছবি তোলার আহ্বান জানালে তিনিও নির্দ্বিধায় ছবি তোলেন এবং অটো রাইডে যান। আর এই গোটা ঘটনার ভিডিও শুট করে তিনিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এর পাশাপাশি মারাঠি ধারাবাহিকের অভিনেত্রী লক্ষ্মীর জীবনের অনুপ্রেরণামূলক গল্পও শেয়ার করেছেন বোমান। ছোটপর্দার অভিনেত্রী। তাই বোধহয় খুব একটা চেনা মুখ নন লক্ষ্মী। তবে নিজের জীবনযুদ্ধে রোজ এগোচ্ছেন হিরোদের মতোই। নিজের গল্পের নায়ক লক্ষ্মী নিজেই। কীভাবে ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি অটোরিকশাও চালাচ্ছেন লক্ষ্মী সেই কথাই জানিয়েছেন অভিনেতা। দেখুন সেই ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement