Advertisement
Advertisement

Breaking News

দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ভোটপ্রচার, বিজেপি

গেরুয়া শিবিরের হয়ে ভোটপ্রচারে দীপিকা-রণবীর!

কী বলছেন অনুরাগীরা?

Bollywood stars Ranveer Singh and Deepika Padukone campaign for BJP!
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2019 5:57 pm
  • Updated:April 17, 2019 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের লাভ বার্ডসের সঙ্গে জুড়ে গেল রাজনীতি! তাও আবার গেরুয়া শিবিরের নাম! ভাবছেন নিশ্চয়ই ভোটের আগে তবে বিজেপিতে যোগ দিলেন দীপিকা-রণবীর৷ তেমন ভাবার কোনও কারণ নেই৷ অভিনয় ছেড়ে নাকি গেরুয়া শিবিরের হয়ে প্রচার করছেন তিনি৷ অবাক লাগলেও এ খবরেই নাকি গা ভাসিয়েছেন অনুরাগীরা৷

[ আরও পড়ুন: ভোটের আগে রাজনীতি থেকে রামগোপাল ভার্মা, খোলা আড্ডায় উর্মিলা]

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীপিকা-রণবীরের একটি ছবি ঘুরপাক খাচ্ছে৷ যে ছবিতে দেখা যাচ্ছে সোনালি রঙের পোশাকেই সেজে উঠেছেন দু’জনে৷ বেশ হাসি হাসি মুখে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন বলিউডের লাভ বার্ডস৷ তাঁদের গলায় গেরুয়া রঙের ওড়না৷ ওই ওড়নার উপরে বেশ বড় বড় হরফে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে৷ বিজেপি কর্মীদের দাবি, এভাবেই নাকি গেরুয়া শিবিরের পাশে এসে দাঁড়িয়েছেন তারকা দম্পতি৷ তাঁরা নাকি চান, দেশের উন্নতির স্বার্থে মোদিই আবার দিল্লির মসনদ দখল করুন৷ আর তাই অভিনয়ের ব্যস্ত শিডিউলকে আপাতত দূরে সরিয়ে প্রচার করছেন৷ ‘এক বিহারী একশো পে বিহারী’, ‘ম্যায় ভি চৌকিদার’-সহ সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি গ্রুপে ওই ছবিটি ঘুরে বেড়াচ্ছে৷

Advertisement

DEEPIKA-RANBIR

[ আরও পড়ুন: বিজেপি ও তৃণমূলকে ভোট নয়, ডাক দিল বাংলার বিদ্বজ্জনদের একাংশ]

তবে দীপিকা-রণবীরের অনুরাগীরা এ কথা মানতে নারাজ৷ তাঁদের দাবি, এ ছবি আদতে ফটোশপের কারসাজি ছাড়া কিছুই নয়৷ গত বছরের এক্কেবারে শেষের দিকে সত্যি হয়েছিল রূপকথা৷ মন দেওয়া নেওয়া আগেই হলেও, ইটালির লেক কোমোয় পরিণতি পায় দীপিকা-রণবীরের প্রেম৷ একে অপরের স্বামী-স্ত্রী হয়ে ওঠেন৷ নতুন সংসার শুরুর সময় সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন নবদম্পতি৷ সেই ছবিটিকে প্রযুক্তির সাহায্যে বদলে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ আর বিকৃত ছবিটিকে দিয়েই নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা করছে গেরুয়া শিবির৷

DEEPIKA-RANBIR

তবে নেটদুনিয়ায় সত্যি-মিথ্যা নিয়ে যতই আলোচনা হোক না কেন, দীপিকা-রণবীরের এ নিয়ে কোনও মাথাব্যথা নেই৷ বরং তার চেয়ে বেশি অভিনয় এবং নতুন সংসার সাজাতে সময় ব্যয় করছেন বলিউডের স্টার কাপল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement