সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে সেলেব্রিটিদের আকাশ ছোঁয়া বিদ্যুতের বিল। আর তা নিয়ে সরগরম নেটদুনিয়া। তাপসী পান্নু, বীর দাস, দিনো মোরিয়ার মতো অনেকেই জুন মাসের ইলেকট্রিক বিল নিয়ে সরব হয়েছেন। জুন মাসে তাপসীর বিল এসেছে ৩৬ হাজার টাকা! টুইটারে এ নিয়ে পোস্ট করেন তাপসী। আর তারপর দেখা যায়, একা তিনি নন, পোস্ট করেছেন আরও অনেকেই।
জুন মাসের ইলেকট্রিক বিলের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন তাপসী। তার সঙ্গে এপ্রিল ও মে মাসের বিলের ছবিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে এপ্রিলে তাঁর বিল এসেছিল ৪ হাজার ৩৬০ টাকা। মে মাসে ৩ হাজার ৮৫০ টাকা ইলেকট্রিক বিল এসেছিল তাপসীর। কিন্তু জুন মাসে সেই বিল কিনা এক লাফে বেড়ে দাঁড়াল ৩৬ হাজার টাকা! তিনটি বিলের ছবি পোস্ট করে তাপসী লিখেছেন, “৩ মাস ধরে লকডাউন চলছে। আমি ভাবছি এমন কী জিনিস এর মধ্যে কিনলাম বা ব্যবহার করলাম যার জন্য গত মাসে আমার ইলেকট্রিক বিল এত এল!” কেন এত টাকা ইলেকট্রিক বিল এল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 2020
তাপসীর টুইটের উত্তরে আলি ফাজল লেখেন, “নিশ্চয়ই এর মধ্যে কিছু গন্ডগোল আছে”।
Woh smiles ka kuchh locha maalum hota hai. Smile earn power burn. https://t.co/rtpAOgTmpq
— Ali Fazal M / میر علی فضل / अली (@alifazal9) June 28, 2020
পুলকিত সম্র্রাট জানান, জুন মাসে তাঁর ৩০ হাজার টাকা বিল এসেছে।
My bill’s 30,000/- too!!!!!!! Kya mazaak hai!!?! 🤪
— Pulkit Samrat (@PulkitSamrat) June 28, 2020
টুইটারে বীর দাসও জানতে চান, “মুম্বই শহরে আর কারও কি তিনগুণ ইলেকট্রিক বিল এসেছে?”
Anyone else in Mumbai get an electricity bill that is triple what they usually pay?
— Vir Das (@thevirdas) June 27, 2020
এরপর দিনো মোরিয়া উত্তরে বলেন, তিনি এ নিয়ে টুইট করতেই যাচ্ছিলেন। তাঁর ইলেকট্রিক বিলেও গন্ডগোল হয়েছে বলে জানান অভিনেতা।
I was just going to tweet about it. Literally got a shock, pun intended. There was no surge in electricity, just the bill 🤔 @Adani_Elec_Mum https://t.co/zaJfQzFXla
— Dino Morea (@DinoMorea9) June 28, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.